আমাদের কথা খুঁজে নিন

   

জনাব সা'দত হুসেন, আপনি দয়া করে পদত্যাগ করুন ও বনবাসী হোন।



যখন উনাকে ৩০ তম বি সি এস এর ভুল প্রশ্নপত্র সম্পর্কে প্রশ্ন করা হল, উনি বীরদর্পে বললেন যে উনি প্রশ্নপত্র দেখেননি এবং এই প্রশ্নপএ এর সাথে, উনার ভাসায়, "অনেক বড় বড় লোক" জড়িত আছেন। ভাবখানা এমন যে দায়ভার এসব লোকের, উনার এ ব্যাপারে কিছুই করার বা বলার নেই। উনি ধোয়া তুলসিপাতা হয়ে সুট, টাই পরে মচমচে জুতা পায়ে চাকরি করছেন আরামসে। আজকে কো্র্টের রায় অনুযায়ী ৩০ তম বি সি এস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ সহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই এত সংখক পরীক্ষারথির ভাগ্য বিড়ম্বনার জন্য দায়ী কে? সা'দত স্যার, যদি আপনি কর্ম কমিশনের সভাপতি হয়ে এর সবচেয়ে বড় পরীক্ষার প্রশ্নপএ এ নজর বুলাবার সময় না পান, তবে আপনি অফিসে কি কাজটি করেন শুনি? চাকরি করেন? আর বেতন নেন? এত লেখাপড়া করে এই শিখেছেন? নিজের দ্বায়িত্ব এড়িয়ে কাজ না করে বেতন নেওয়া? যদি মেরুদন্ডি প্রানী হয়ে থাকেন, তবে এর দায়ভার গ্রহন করে পদত্যাগ করুন ও বনবাসে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।