আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবি’র মেধাবী ছাত্র মাহবুবুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহবুবুর রহমান শোয়েব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ রোববার ক্যাম্পাসে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাতছাত্রীরা অংশগ্রহণ করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গন্থাগারে ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখবেন, রেজিষ্টার প্রফেসর মো: মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল বাশার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, প্রক্টর দেবাশীষ রায়, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মোল্লা হাবিবুর রাসুল মামুন । নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্র মাহবুবুর রহমান শোয়েব ২০০৭ সালের ৮ আগষ্ট সোনাপুর বাসষ্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের হামলায় নিহত হন। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার নিউ টাউন মহল্লায়। তিনি ২০০৬-০৭ ইং শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করে ফার্মেসী বিভাগে দ্বিতীয় ব্যাচে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মোল্লা হাবিবুর রাসুল মামুন জানান, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর হানিফ মুরাদ বাদী হয়ে সুধারাম থানায় দায়ের করা হত্যা মামলাটি বিচারের জন্য নিম্ন আদালত থেকে জজকোর্টে প্রেরন করা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.