কৃতি শিক্ষাবিদ প্রফেসর মোঃ মমিনুল হক স¤প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি নোয়াখালী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং কবিরহাট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মোঃ মমিনুল হক ১৯৭০ এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি কোম্পানীগঞ্জের মুজিব কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে ১৯৭২ সালে অধ্যাপনা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নোয়াখালী সরকারী কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন। তিনি কোম্পানীগঞ্জ মুজিব কলেজে দীর্ঘ আঠার বছর এবং নোয়াখালী সরকারী কলেজে সাত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নোয়াখালী সরকারী কলেজকে একটি নকলমুক্ত কলেজ হিসেবে সারাদেশে পরিচিত করানোর কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০০৩ সালের শুরুতে তিনি কবিরহাট সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে কলেজের অবকাঠামোগত, ফলাফল ও প্রশাসনিক কাজে ব্যাপক সংস্কার করেন। প্রফেসর মোঃ মমিনুল হক ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের সিরাজপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।