বাঙ্গাল মানুষ
বিষয়টা অনেকেরই চোখ কপাল ছুঁতে চাইলেও ব্যাপারটা ঘটতে চলেছে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি প্রযুক্তিতে তৈরি টেলিভিশনের বর্জ্য দিয়ে আগামী দিনগুলোতে প্রতিহত করা যাবে মানব শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ ও সংক্রমণ।
স¤প্রতি ইউনিভার্সিটি অব ইয়র্কের একদল গবেষক এলসিডি টেলিভিশনের গুরুত্বপূর্ণ একটি উপাদান পলিভিনাইল অ্যালকোহল, সংক্ষেপে পিভিএকে এন্টি-মাইক্রোবায়াল উপাদানে রূপান্তরিত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন যা কার্যকরভাবে প্রতিহত করবে ব্যাকটেরিয়ার আক্রমণ। পাশাপাশি এই পদ্ধতির ব্যাপক ব্যবহারের ফলে পরিবেশের ওপর ইলেকট্রনিক বর্জ্যরে প্রভাবও কমে আসবে। স¤প্রতি উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে পিভিএকে এন্টি-মাইক্রোবায়াল উপাদানে রূপান্তরিত করে তা ওষুধের বড়িতে প্রবেশ করানো যাবে। কাজেই স্বাভাবিকভাবে ওষুধের মতোই সেবন করা যাবে এই এন্টি মাইক্রোবায়াল উপাদান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।