soroishwarja@yahoo.com
বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মানের সঙ্গে মিলিয়ে তাকে ডাকা হয় `মিনি মানে'। তার চিত্রকর্ম সংগ্রহ করার জন্য ব্রিটেনে হুড়োহুড়ি। আধুনিক চিত্রশিল্পীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে তার অবস্থান। কিন্তু বয়স তার মাত্র ৮ বছর।
তার আসল নাম কিরন উইলিয়ামসন।
গত বুধবার ছিল তার জন্মদিন। গত সপ্তাহের সংবাদপত্রের শিরোনাম হয়েছে সে। মাত্র আধাঘণ্টায় তার ৩০টি চিত্রকর্ম বিক্রি হয়েছে দেড় লাখ পাউন্ডে। শিরোনাম তো হবেই।
কিরন ২০০৮ সালের মে মাস থেকে আঁকা শুরু করেন।
নরফকের হল্টে তার বাড়ির কাছেই চিত্রশালা। তেল রং, জল রং আর প্যাস্টেলের কাজগুলোর এক একটা বিক্রি হয়েছে ১ হাজার ৮২৫ থেকে ৭ হাজার ৯৯৫ পাউন্ডে। তার চিত্র কিনতে দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের আরিজোনা ও নিউইয়র্ক থেকে উড়ে এসেছিলো শিল্পামোদীরা। পাছে, কেনার সুযোগ হাতছাড়া হয়, এজন্য তারা চিত্রশালার পাশে অবস্থান নেয় ৪৮ ঘণ্টা আগে। নিজের দেশ যুক্তরাজ্যের শিল্পামোদী তো আছেই কানাডা, জাপান ও জার্মানি থেকে টেলিফোনেও অনেকে অংশ নেয় নিলামে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।