ফেনীর জয়নাল হাজারী কলেজের নবীনবরণ অনুষ্ঠান শনিবার সকালে মাস্টারপাড়ায় মুজিব উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হাজারী ঘোষণা দিয়েছেন, কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ক্যাম্পাসে ধূমপানও করা যাবে না। তিনি প্রায় ১০ মিনিট ইংরেজিতে বক্তব্য দেন।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি জয়নাল হাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কুণ্ডু গোপী দাস।
বক্তব্য দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, সহসভাপতি মীর হোসেন ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, এ বি এম ছিদ্দিক, কলেজ অধ্যক্ষ আবদুুল হালিম, কলেজ গভর্নিং বডির সদস্য মনসুর আলম, ফরিদ হাজারী, শিক্ষক গণেশ চন্দ্র রায় প্রমুখ।
প্রধান অতিথি বলেন, 'হাজারী কলেজের নিয়মশৃঙ্খলা দেখে আমি খুশি হয়েছি। '
এ ছাড়া জয়নাল হাজারী ঘোষণা দেন, এখন থেকে কলেজে যারা জিপিএ ৫ পাবে তাদের এক লাখ টাকা ও যারা গোল্ডেন জিপিএ ৫ পাবে তাদের দুই লাখ টাকা প্রদান করা হবে। এ অর্থ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে।
কলেজ অধ্যক্ষ জানান, কলেজের মাঠ ভরাটের কাজ চলছে।
তাই অনুষ্ঠানটি মাস্টারপাড়ায় করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।