আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসে চর জেগেছে !!!!

shamseerbd@yahoo.com
১৯৯৮ সালে লিখেছিলাম !!! গতকাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ একটা লাশ পড়ল !!!!! -------------------------------------------------------------------------------- চর দখলের মতন হল দখল শিক্ষা প্রতিষ্ঠানে নিত্যনিয়ত ঘটনা খালি হচ্ছে কত মায়ের কোল কারো মনে নেই কোন ভাবনা । । এক বুক আশা সুখের স্বপ্ন বুকে বাঁধে বাসা ছেলেকে পাঠান মা পড়তে বড় হয়ে ফিরবে ছেলে নিভিয়ে দেবে দুখের অনল এই আশায় বুক বেঁধে ছেলেকে পাঠান মা বহুদূরে । । লেখা পড়ার পাঠ চুকিয়ে হাতে নেয় আগুন ভুলে মায়ের কথা পোড়ায় স্বপ্ন, পোড়ায় জীবন, ধোঁয়াশা অলক্ষ্যে কাঁদে ফাগুন ।

। ফেনসিডিল হাতে, অস্ত্র কোমড়ে কথায় কথায় আসে তেড়ে নেতা নামক সুযোগ সন্ধানীর জন্য জান দিয়ে যায় লড়ে । । আমি তার আদর্শের সৈনিক ভুলেও কখনও পড়েনি সে নেতার জীবন ইতিহাস অর্ধেক যার জুড়ে আছে পরিহাস । ।

ক্ষমতায় বসাতে তাকে প্রস্তুত বুকের রক্ত বিলিয়ে দিতে বাড়িতে মায়ের সকাতর চাহনি বড় হয়ে ফিরবে কবে তার সোনামনি । । হল দখল কিংবা আধিপত্য বিস্তার অস্ত্র হাতে সে ছুটে যায় ঘূনাক্ষরে ও জানেনা , নেই তার নিস্তার । । প্রতিপক্ষের বুলেট তাকে আবেশ দিয়ে যায় অপরাজেয় বাংলার কোলে ঢলে পড়ে সে ঝাপসা চোখে ভেসে উঠে মায়ের মুখ খানা ঘড়ির কাঁটা থেমে যায়, দুচোখ হয় বন্ধ ঝড়ে পড়ে অসহায় মায়ের স্বপ্ন ।

। ----------------------------------------------------------- ঢাবিতে যে তরূন ঝড়ে গেল তার জন্য এ লেখা খাটেনা, অযথায় ঝড়ে গেল সে প্রাণ । । অযথায় অকারনে !! জানি তবুও থামবেনা এমন ঝড়ে পরা, বদলে দেয়া- বদলে যাওয়া সব জাতির কপালে থাকেনা !!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.