আমাদের কথা খুঁজে নিন

   

হিরোশিমার কান্না..................



৬ আগস্ট, মানব ইতিহাসের সবচেয়ে কলংকতম ও ভয়াবহ একটি দিন। ১৯৪৫ সালের এই দিনেই ৩ মিটার লম্বা ২৮ ইঞ্চি ব্যাসের প্রায় ৪০০০ কেজি ওজনের “লিটলবয়” নামক এক পারমাণবিক বোমার আঘাতে জাপানের হিরোশিমা শহরের প্রায় ১ লক্ষ ৬৬ হাজার মানুষ প্রাণ হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যানরি এস ট্রুম্যানের নির্দেশে মানব ইতিহাসের এই জঘন্যতম হত্যাকান্ড সংঘটিত হয়। সকাল ৮.১৫ তে হিরোশিমার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ মাইল (৩১,৬০০ ফুট) উপরে অবস্থান কালে ২৬ বছর বয়সী মেজর ফেরেবি চূড়ান্ত নিক্ষেপণের কাজটি করেন। নিক্ষেপণের ৪৩ সেকেন্ড পর ভূমি থেকে ১৮৯০ ফুট উপরে বিস্ফোরিত হয় “লিটলবয়”। এ্যানেলো গে নামক বিমানে করে পাইলট কর্ণেল পল ওয়ার ফিল্ড টিবেটস তিনিয়ান-দ্বীপ থেকে ১৭০০ মাইল পাড়ি দিয়ে হিরোশিমায় “লিটলবয়” বোমাটি বহন করে নিয়ে যান। ক্যাপ্টেন পর্সন ও ইলেকট্রনিক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেপসন সহায়তাকারী হিসেবে যাত্রা পথে ছিলেন এবং তারাই বোমাটি সংযোজনের চূড়ান্ত কাজটি করেন। আর এই ঘটনার সাথে সাথেই তারা মানব ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায় রচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আজ ৬৫ বছর পরও হিরোশিমা সেই ভয়ানক ক্ষত বহন করে চলছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।