আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর .. হিরোশিমার ঘুরে দাড়ানোর কিছু অবিশ্বাস্য ছবি .......

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

ইতিহাস সবসময় বিজয়িদের পদলেহণ করে , কারন বেশিরভাগ সময় ইতিহাস লেখে বিজয়িরা অথবা বিজয়িদের ভয়ে ভীতরা । তবুও হিটলারকে আমরা ভয়াবহ খারাপ লোক বলেই জানি , কারন তার সেনাবাহিনির বিরুদ্ধে বহু ইহুদি হত্যার অভিযোগ, বহু ধংসের অভিযোগ। সে খুনি। কিন্তু যুদ্ধ শেয হয়ে যাওয়ার পরও শুধু বোমা টেস্ট করার জন্য জাপানের দুইটি শহরে যারা হাজার হাজার নিরাপরাধ মানুযকে খুন করল ইতিহাস তাদের কেন খুনি বলেনা, সেটা সত্যিই অদ্ভুত লাগে। যাকগে আমি আজকে সেই তর্কে না যেয়ে আপনাদের কিছু ছবি দেখাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস হওয়া হিরোশিমা আর এখনকার হিরোশিমা... সংকল্পবদ্ধ মানুষের ঘুরে দাড়ানোর কিছু অবিশ্বাস্য ছবি....... সেই ভয়াবহ আনবিক হামলা.......শুধু ধ্বংস আর ধ্বংস..... এই সময়ের হিরোশিমা........ (কৃতজ্ঞতা: ঢাবি ব্যাংকিং গ্রুপের চেইন মেইল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.