আপনার উপর শান্তি বর্ষিত হোক
বন্ধু ভাড়া দেওয়ার সেবা চালু করেছেন যুক্তরাষ্ট্রের এক ইন্টারনেট উদ্যোক্তা। এ জন্য তিনি খুলেছেন একটি ওয়েবসাইট। তিনি বন্ধু ভাড়া দেন ঘণ্টায় মাত্র সাড়ে ৬ পাউন্ডে। খবর এএফপি'র। এই উদ্যোক্তা হলেন স্কট রোসেনবাউম (৩০)।
তার আছে ২ লাখ ১৮ হাজার নারী-পুরুষের সমৃদ্ধ একটি ডাটাবেস। এরা সবাই তার ওয়েবসাইটে তালিকাভুক্ত ভাড়াটে বন্ধু! View this link নামের ওয়েবসাইটটি থেকে এদের যে কাউকে আপনি বেছে নিতে পারেন 'ঘোরার সঙ্গী হওয়ার জন্য', 'সিনেমা বা রেস্তোরাঁতে যাওয়ার জন্য' অথবা 'অপরিচিত একটি শহর ঘুরিয়ে দেখানোর জন্য'। ইতোমধ্যেই দুই হাজার ভোক্তা তার ওয়েবসাইটের সদস্য হয়েছেন। ওয়েবসাইটটির সেবার জন্য এরা প্রত্যেককেই মাসে ১৬ পাউন্ড করে চাঁদা দিতে হয়। আর তালিকাভুক্তদের মধ্য থেকে কাউকে পছন্দ হলেই তাকে ঘণ্টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫০ পাউন্ডের বিনিময়ে ভাড়া নিতে পারেন।
এ উদ্যোগ হাতে নেওয়ার কারণ কি? টেলিগ্রাফ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে রোসেনবাউম বলেন, যদি আপনার মনে হয় লোকজন এ ওয়েবসাইট থেকে বন্ধু ভাড়া নেন শুধুমাত্র পান করার জন্য বা একসঙ্গে খাওয়া-দাওয়া করার জন্য_ তবে আপনার ধারণা ভুল।
এ ওয়েবসাইটটিতে এমন অনেক ভিন্নধর্মী কাজের জন্য বন্ধু ভাড়া নেওয়ার তালিকা রয়েছে যার মধ্য থেকে সদস্যরা নির্বাচন করতে পারেন। এর মধ্যে আছে 'আদব-কায়দা শেখানো', 'স্নোবোর্ডিং', 'পারিবারিক অনুষ্ঠান' এবং শুধুই 'ঘোরাঘুরি করা'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।