আমাদের কথা খুঁজে নিন

   

ইডেনের ছাত্রীদের শামিম ওসমান ভাড়ায় নিচ্ছেন! ১০০০ টাকা মাত্র

বিখ্যাত গডফাদার উঠে পড়ে লাগছেন যেকোন মূল্যে তাকে পাশ করতে হবে। খাটুনিও অনেক হচ্ছে। তো কর্মি আর তার বিনোদনেরও খুব অভাব তিনি ফিল করছেন তাই মাত্র ১০০০টাকায় বিনোদন!.. বিস্তারিত পড়ুন শামীম ওসমানের পক্ষে প্রচারণা চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ থেকে প্রতিদিন শতাধিক ছাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণগঞ্জে। এ জন্য তাঁদের দৈনিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বাসযোগে গিয়ে দিনভর গণসংযোগ শেষে রাতে তাঁরা ক্যাম্পাসে ফেরেন।

গতকাল মঙ্গলবার সকাল আটটায় ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বন্ধন পরিবহনের দুটি বাস (ব-১১০০১৬ ও ব-১১২৪৭৪) টিএসসিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব-১১০০১৬ নম্বর বাসের সহকারী (হেলপার) শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রতিদিন সকালে এখান থেকে ছাত্রীদের নিয়ে যাওয়া হয়। রাতে ফিরিয়ে আনা হয়। তিনি জানান, বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম চেঙ্গিস শামীম ওসমানের বন্ধু। ভাড়া দেওয়া হয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না, ওটা সমিতি দেখবে।

’ জানা যায়, ২১ অক্টোবর থেকে প্রতিদিন দুটি বাস ছাত্রীদের নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হল থেকেই ছাত্রীদের নিয়ে যান হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বদরুন্নেসা ও ইডেন কলেজে এ দায়িত্ব পালন করছেন কলেজ দুটির ছাত্রলীগের নেত্রীরা। শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা টিএসসিতে এসে জড়ো হতে থাকেন। ইডেন ও বদরুন্নেসার মেয়েরা আসেন রিকশাযোগে।

ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে সেখানে দেখা যায়। ব-১১০০১৬ নম্বর বাসে ওঠেন ইডেন ও বদরুন্নেসার ছাত্রলীগের কর্মীরা। আর ব-১১২৪৭৪ নম্বর বাসে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগের কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেত্রী প্রথম আলোকে বলেন, শামীম ওসমানের পক্ষে জনসংযোগ করতে ছাত্রীদের সেখানে নিয়ে যাওয়া হয়। সকালের নাশতা ও দুপুরের খাবার দেওয়া হয়।

বিভিন্ন দলে ভাগ হয়ে জনসংযোগ শেষে ছাত্রীরা সন্ধ্যায় ফিরে আসেন। টাকার বিষয়ে তিনি বলেন, ‘দেওয়া হয়, তবে সেটা যাতায়াত খরচের জন্য দেওয়া হয়। ’ অন্য একজন নেত্রী বলেন, এক হাজার করে টাকা দেওয়া হয় তাঁদের। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত শিকদারের নির্দেশনায় পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন শামীমা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রতিদিন ইডেন কলেজ থেকে ৪০-৫০ জন মেয়ে যাচ্ছেন।

সকালে গিয়ে তাঁরা বিকেলে চলে আসেন। চার-পাঁচ দিন ধরে তাঁরা যাচ্ছেন। ২৮ তারিখ পর্যন্ত যাবেন। ’ দৈনিক ভাতা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কোনো টাকা দেওয়া হয় না। ’ জেসমিনের সঙ্গে কথা বলার সাত মিনিট পর এই প্রতিবেদকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।

তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি ভুল তথ্য জানেন। আমি নিজে দুটো বাস ভাড়া করেছি। সেটা দিয়েই তারা আসা-যাওয়া করে। তাদের দুপুরে খাওয়াই। তারপর বিকেলে চলে যায়।

’ কাউকে টাকা দেওয়া হয় না দাবি করে তিনি বলেন, ‘শামীম ওসমানের নামে এমনিতেই নেগেটিভ নিউজ করছেন। ছাত্রলীগকে এখানে জড়াবেন না। উল্টাপাল্টা কিছু লিখবেন না। ’ এ বিষয়ে বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে যা করা হচ্ছে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশেই করা হচ্ছে।

’ প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.