আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত

আমি কিছু জানি না......

রাস্তায় যানজট ও যাত্রীর চাপ কমাতে এ মাস থেকেই রাজধানীতে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত দুটি বাস চলবে। বাসের আসন সংখ্যা ৩৫। - আজ দুপুরে নদীর নাব্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে ঢাকায় দখল হয়ে যাওয়া পাঁচটি খাল উদ্ধারে অভিযান চালানোরও সিদ্ধান্ত হয়।

খালগুলো হলো-কাটাসুর খাল, শ্যামপুর খাল, কল্যাণপুর (ক) খাল, হাজারীবাগ ও রামচন্দ্রপুর খাল। এ বিষয়ে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। ঢাকা জেলা প্রশাসক ও ওয়াসা কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করবে। উদ্ধারের পর খালগুলোর পাশে পায়ে চলা পথ তৈরি করা হবে। বৈঠকে ভুমিমন্ত্রী রেজাউল করিম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গৃহায়ণ ও গণপুর্তমন্ত্রী আবদুল মান্নান খান, পানিস¤ক্সদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও সাংসদ সানজিদা খানম উপস্থিত ছিলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.