কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৬২ বছর পরেও নাৎসিদের নৃশংসতার বিচার হয়েছে, কাঠগড়ার মুখোমুখি করা হয়েছে সকল বর্বর, তস্কর ও নিষ্ঠুর খুনেদের। কিন্তু, হাজার বছরের গৌরবগাঁথায় সমৃদ্ধ বাঙালী জাতি আজও পারেনি যুদ্ধাপরাধীদের বিচার করে নিজেদের কলঙ্কের দায় মোচন করতে।
ইতিহাসের দায় শোধের তাড়না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে "যুদ্ধাপরাধীদের বিচার ও সময়ের ভাবনা" শীর্ষক একটি আলোচনাভিত্তিক মিথষ্কিয়ার ...আয়োজন করা হয়েছে।
আগামী ৫ই আগস্ট (বৃহস্পতিবার), বিকেল ৪:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই আলোচনা ভিত্তিক মিথষ্কিয়ার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন স্লোগান'৭১।
আপনি আমন্ত্রিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।