হরতালের আগের রাতেই বড় ধরনের নাশকতা চালিয়ে হরতাল সফল করতে ব্যস্ত হয়ে পড়েছে চারদলীয় জোট। তারই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় মহান একুশে ফেব্রুয়ারির বইমেলায় একের পর এক বোমা হামলা ও অন্তত ১৫টি যানবাহনে ভাংচুর, লুটপাট, অগি্নসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। হরতাল সমর্থনকারীদের হামলায় আহত হয়েছেন অন্তত ১৫/২০ জন। বিস্ফোরক ও লিফলেটসহ গ্রেফতার হয়েছে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্রশিবিরের ৪ নেতাকর্মীসহ ৫ জন।
আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপনকে কেন্দ্র করে সহিংসতাই হরতালের মূল ইসু।
সরকার আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসে। এমন পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে হরতাল প্রত্যাহারের চিন্তাও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শরিক দল হিসাবে জামায়াতের চাপের মুখে শেষ পর্যন্ত বিএনপি হরতাল বহাল রাখার সিদ্ধান্ত নেয়। বইমেলা বানচাল করতে বাংলা একাডেমী চত্বরের আশপাশে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে।
বোমা হামলায় দুই শিৰার্থী আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিৰক কেন্দ্র (টিএসসি) মোড় ও বইমেলার মূল ফটক ও রমনা উদ্যানের মূল গেটের মাঝামাঝি জায়গায় বোমা হামলা চালানো হয়। ঠিক একই সময়ে বাংলা একাডেমী ও রমনা উদ্যানের মূল ফটকের মাঝামাঝি জায়গায় আরেকটি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।