অ্যাপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত ৮ বছরের শিশু মৌরিনের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য ২৭ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। টিকেটের মূল্য ২০ টাকা। টিকেট বিক্রির সমস্ত অর্থ মৌরিনের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চিকিৎসায় ব্যয় করা হবে। আপনারা বন্ধুদের সাথে চলচ্চিত্র উপভোগ করার পাশাপাশি একটি ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারেন।
নীচে চলচ্চিত্র প্রদর্শনীর বিস্তারিত সময়সূচি দেয়া হল-
২৭ এপ্রিল, ২০১০
দিল চাতা হ্যায় - সকাল ১০:০০
কুংফু পান্ডা - দুপুর ১২:৩০
পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান - দুপুর ০৩:০০
রং দে বাসন্তি - সন্ধ্যা ০৬:০০
২৮ এপ্রিল, ২০১০
মনপুরা - সকাল ১০:০০
আইস এইজ ৩ - দুপুর ১২:৩০
শার্লক হোমস - দুপুর ০৩:০০
হার্ট লকার - সন্ধ্যা ০৬:০০
২৯ এপ্রিল, ২০১০
আজব প্রেম কি গজব কাহানি - সকাল ১০:০০
ট্রান্সপোর্টার ২ - দুপুর ১২:৩০
মাই নেম ইজ খান - দুপুর ০৩:০০
থ্রি ইডিয়টস - সন্ধ্যা ০৬:০০
টিকেট পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, টিএসসি, ক্যাম্পাস শ্যাডো এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চত্বরে।
সারাদিনব্যাপী টিকেট বিক্রি চলবে।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
তারেক- ০১৬৭১-৪০২৫৫৪
ইকরাম- ০১৭১৭-০৮৩৭১৮
এছাড়া মৌরিনকে সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়-
মোঃ মজিবুর রহমান (মৌরিনের বাবা)
সঞ্চায়ী হিসাব নং- ৩৪০৮০৭৭৪ , জনতা ব্যাংক লিঃ স্থানীয় কার্যালয়, ঢাকা।
মোবাইল ফোনঃ ০১৭১৬-৭০২০৬৩, ০১৭১০-৪৩৯৯০০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।