আমাদের কথা খুঁজে নিন

   

টিএসসিতে নতুন-পুরানের মিলনমেলা

প্রতিবছরের মতো এবারো জানুয়ারির শেষ শুক্রবার ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির এই পুনর্মিলনী হচ্ছে। আর তাতে শামিল হতে দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উপস্থিত হতে থাকেন সাবেক শিক্ষার্থীরা।

পুনর্মিলনীর জন্য নিবন্ধন করে সবাই সমবেত হন টিএসসির ভেতরে মাঠে, যেখানে করা হয়েছে অনুষ্ঠানের প্যান্ডেল। পাশাপাশি খোলা জায়গায় টেবিলেও বসার ব্যবস্থা করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় অ্যালামনাই সিলভিয়া ইসলামের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান।

বিভাগের প্রয়াত অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সমবেতরা।

গত ১৬ জুন খোন্দকার আশরাফ হোসেনের জীবনাবসান হয়। আর নন্দন গ্রুপের চেয়ারম্যান ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরী মারা যান গত ৫ অগাস্ট।

এরপর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা। বিকেল ৪টা ৪০ মিনিটে স্বাগত বক্তব্য নিয়ে আসেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ।

এরপর খোন্দকার আশরাফ হোসেন ও মাশরুর চৌধুরীসহ বিভাগের প্রয়াত ছাত্র-শিক্ষকদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

তার বক্তব্য শেষে অ্যালামনাই সোসাইটির বার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

 

এরপর বক্তব্য নিয়ে আসেন সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তার। তার বক্তব্যের পর প্রিন্সিপাল জালালুদ্দিন আহমেদ স্বর্ণপদক ও সোসাইটির পুরস্কার বিতরণ করা হয়।

পদক বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংরেজি বিভাগ চালু হলেও সাড়ে চার দশকেরও বেশি সময় পর ১৯৮৬ সালের ডিসেম্বরে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে।

গত ২৭ জানুয়ারি ছিল ইংরেজি বিভাগের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী। তার চার দিনের মাথায় বসলো ২৮তম এই পুনর্মিলনী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.