কোরবানির শুদ্ধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদনকারী দেব নারায়ন মহেশ্বরের বিরুদ্ধে বুধবার নোয়াখালীতে মামলা দায়ের হয়েছে। জেলার বিচারিক ম্যাজিষ্ট্রেট এএসএস শহিদুল্লাহ কায়সারের আদালতে সেনবাগ উপজেলার অষ্টদ্রোন গ্রামের নুর নবী নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত বাদীর আরজি আমলে নিয়ে আগামি ১১ আগস্ট মামলার শুনানীর দিন ধার্য করেন।
মামলার আরজিতে বাদী উল্লেখ অভিযোগ করেন, গত ২ আগস্ট একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘‘কোরবানির শুদ্ধতা দাবী করে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট পরিচয় দানকারী দেব নারায়ন মহেশ্বর নামের এক ব্যক্তির হাইকোর্টে রিট” করেছেন মর্মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লেখিত রিট আবেদনকারীর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হেনেছে এবং গোটা মুসলিম জাহানকে অপমান করা হয়েছে। এ অবস্থায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও শাস্তির দাবি করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল আজিম চৌধুরী জানান, আসামি মহামান্য হাইকোর্টে কোরবানির শুদ্ধতা নিয়ে যে রিট দাখিল করেছেন তাতে মুসলমানদের ধর্মীয় বিশ্বাকে অপমান করেছেন। বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ বিধায় আদালত বাদির আবেদন আমলে নিয়ে শুনানীর দিন ধার্য করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।