আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানির আসল উদ্দেশ্য কি ?

যুদ্ধাপরাধীদের বিচার চাই

আজ এক friend এর বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। বিশাল আয়োজন। ঐ বাসায় ৪ টা ছোট ছেলে খেলছিল। তারা কি খেলছে জিজ্ঞাসা করি। তারা জানায় তারা কোরবানি কোরবানি খেলছে।

একজনের হাতে স্টিলের একটা স্কেল। একজনকে গরু বানিয়ে সবাই মিলে তারা তাকে জবাই করছে। কোরবানি আমাদের ধর্মের একটি আংশ । তাই আমরা একে বাদ দিতে পারব না। আর মাংশ খাওয়া বাদও দিতে পারব না।

এটা food cycle এর একটি আংশ। তাই আমার মনে হয় কোরবানি শিশুদের সরাসরি দেখতে দেয়া উচিত নয় এবং কোরবানির আসল উদ্দেশ্য প্রত্যেক পিতামাতার তার সন্তানকে বোঝান উচিত। তারা যেন এটা মনে না করে কোরবানি মানে গরু জবাই করা। সবাইকে ঈদ মোবারক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।