আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানির গরু না, কোরবানির মানুষ

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । আনন্দের সাথে জানাচ্ছি যে, মৃত শ্রমিকদের প্রতি পরিবারকে ১ লক্ষ করে টাকা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। আপাতদৃষ্টিতে অপ্রাসঙ্গিক একটা ঘটনা বলি। বিগত কোরবানির ঈদে গরুর হাটে গিয়ে হাতির সাইজের এক গরু দেখে প্রশ্ন করলাম, ভাই দাম কত ? জবাব - আড়াই লক্ষ টাকা।

অনেক দাম, তাই না ? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসাবে। তাই মানুষের তথা মানুষের জীবনের দাম ছিল সবচেয়ে বেশি। তাই মানুষ আগে গরু কোরবানি দিত। বি.জি.এম.ই.এ মানুষের জীবনের দাম আজকে নির্ধারণ করে দিল ১ লক্ষ টাকা। যা আমার দেখা গরুটার দামের আড়াই ভাগের ১ ভাগ।

আমাদের মহামান্য সরকার ব্যাবস্থা সম্ভবত এতে খুবই খুশি। কারণ তারা এই ব্যাপারে এখনো কিছু বলেনি। 'মৌনতাই সম্মতির লক্ষণ' ধরে নিলাম। আমাদের মহামান্য কর্তাব্যাক্তিরা মানুষের জীবনের যে মূল্যমান নির্ধারণ করে দিলেন, তাতে আগামী ঈদের হাটে বেশ কিছু মানব পণ্যও দেখা যেতে পারে। অচিরেই হয়ত গরুরা ঈদে মানুষ কোরবানি দিবে।

সেটাই আশঙ্কাই করছি। গরীব দুঃখী মানুষ, সাবধান। । । ________________________ ওয়াহিদ হিমেল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।