গত ২ রা আগষ্টের কালের কন্ঠের প্রথম পাতায় এ ধরনের একটি নিউজ পড়লাম৷ কোরবানীর উদ্দেশ্যে হজরত ইব্রাহীম (আ )কাকে ছুড়ির নিচে শুইয়েছিলেন? আমাদের বই পুস্তকে আছে হযরত ইসমাইল (আ )কে৷ বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বর নামের এক ব্যাক্তি এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন৷ তিনি দাবী করেছেন হযরত ইব্রাহীম (আ)তার ছেলেদের মধ্যে হযরত ইসহাক(আ )কে কোরবানীর উদ্দেশ্যে শুইয়েছিলেন ৷ হযরত ইসমাইল(আ)কে নয় ৷ তিনি রিট আবেদনে আরো বলেন, হযরত ইসহাক (আ ) এর স্থলে একটি দুম্বা নয় একটি হৃষ্টপুষ্ট জন্তু কোরবানী হিসেবে কবুল করা হয়েছিলো ৷ তিনি বলেন, সুরা আস সাফফাত এর ৯৯ থেকে ১১৩ আয়াত পর্যন্ত পড়লেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে ৷
আমি নিউজটি পড়ার সাথে সাথেই কোরআন শরিফের বাংলা অনুবাদ খুলে দেখেছি ৷ সেখানে কোরবানীর জন্য যে হযরত ইব্রাহীম (আ ) তার ছেলে হযরত ইসহাক(আ)কে কোরবানীর উদ্দেশ্যে শুইয়েছিলেন, সে বিষয়টি স্পষ্টভাবেই উল্লেখ আছে দেখলাম ৷
বিষয়টি দেখে বেশ বিস্মিত হলাম ৷ সেই ছোটবেলা থেকে একটি ভুল তথ্য জেনে আসছি ৷ শুধু আমি না আরো অনেকেই জেনে আসছে ৷ অথচ কারো চোখে পড়লো না? এদেশে তো ধর্ম নিয়ে আলোচনা করা লোকজনের অভাব নেই ৷ বারাবারি করা লোকও কম না ৷ রয়েছে ফতোয়াবাজরাও ৷ তাদের চোখেও পড়লো না? কেন পড়লো না? #
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।