আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তাশফী মাহমুদ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে এ নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে করা তিনটি পৃথক আবেদনের ওপর ওই দিন শুনানির দিন ধার্য করেছেন। ২ আগস্ট সকালে সাঈদীকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। ওই দিন দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আজ (৪ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.