আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ঝালাই করে নেই পুরোনো কিছু বাংলা গান।(ডাউনলোড লিংক সহ) প্রথম পর্ব।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

র‌্যাপ, হিপ হপ, আর মেটালের ভিড়ে হয়তো এই গান গুলো অনেক দিনই শোনা হয়নি আপনার। আসুন না ঝালাই করে নেওয়া যাক তেমন কিছু পুরোনো দিনের অসাধারণ বাংলা গান। খারাপ লাগবে না হয়তো। যেমন অনেক দিন পরে "ফাগুনের দিন শেষ হবে একদিন" গানটি শুনে গান পাগলা আমার মাথায় "কিছু একটা" যেনো হয়ে গেছে। যাই হোক আজকে প্রথম পর্বে তেমনি কিছু গান দিলাম।

অনেকের সংগ্রহে আগে থেকেই হয়তো এখানে দেওয়া গান গুলো আছে। যাদের সংগ্রহে নেই, তারা ডাউনলোড করে ফেলতে পারেন। সব গুলোই আমার খুব প্রিয় গান। কোয়ালিটিও ভালো। ১২৮ কেবিপিএস।

* ফাগুনের দিন শেষ হবে একদিন * যেওনা দখিন দ্বারে-শ্রীকান্ত * দুটি মন আর নেই দুজনার * আজ আবার সেই পথে * মায়াবতি মেঘে এলো তন্দ্রা * তুমি কি এমনি করে থাকবে দূরে * তুমি অকারন এ চোখে শ্রাবন * কি আশায় বাধি খেলা ঘর * স্বপ্ন দেখবো বলে * আমি এতো যে তোমায় ভালোবেসেছি * এই মন জোছনায় * মায়া বন বিহারিনী * মিটি মিটি তারা * মন মেতেছে * ও আকাশ প্রদিম জ্বেলো না * বৃষ্টি তোমাকে দিলাম * ২৪৪১১৩৯ * দার্জিলিং এর রাস্তা * তুমি আসবে বলে * চৈতালি বেলা শেষে ** বাংলা এলবাম রিভিউ-১ (ডাউনলোড লিংক সহ) ** বাংলা এলবাম রিভিউ-২ (ডাউনলোড লিংক সহ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.