প প্রশ্নগুলি পজিটিভলি নিবেন, ঘাবারাবেন না বা উল্টা পাল্টা বলবেন না , ভাবুন কি হতে পারে এই প্রশ্নগুলির যুতসই জবাব। আপনি কতটা স্মার্ট তার একটা টেস্ট হয়ে যাক। ১) মনে করুন আপনার অফিসের বস আপনার বউকে তার বাসায় নিয়ে একরাত্ রাখতে চায়। আপনি কি জবাব দিবেন ? ২) মনে করুন আপনার মা পতিতা আপনি জিনিসটা কিভাবে দেখবেন? ৩) (JFMAMJJASOND) এই বর্ন গুলি বোর্ডে একসাথে লেখা হলো এবং কি হতে পারে আপনার মতামত জানতে চাইলো। ৪) আপনি আপনার শহরের সকল কান গুনে ২ দিয়ে ভাগ করে কি পাবেন ? ৫) ইংরেজি বর্নমালার সেই বর্নগুলি বলুন বা লিখুন যা উল্টালে বা আয়নাতেএকই রকম দেখায় এবার উত্তর গুলি বলে দেই - ১) স্যার আমি এখনো বিয়ে করিনি বিয়ে করলে আপনার মেয়েকেই করবো, তাকে আপনি আপনার বাসায় যতদিন নিয়ে রাখেন আমার কোনো প্রবলেম নাই। ২) আমার মা যদি পতিতা হয় তাহলে তার একমাত্র কাষ্টোমার আমার বাবা। ৩) সবগুলি ইংরেজি মাসের নামের প্রথম অক্ষর। ৪)মোট প্রানী। ৫এর উত্তর অনেকেই সঠিক দিয়েছে নিচে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।