যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রাক্তন গভর্নর এবং ২০১২ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী রক্ষনশীল দলের নেত্রী সারা পালিন ওবামাকে অন্ডকোষহীন প্রেসিডেন্ট বলে মন্তব্য করলেন। রবিবার সে দেশের টেলিভিশন মিডিয়া ফক্স নিউজ এ যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং আরিজোনায় অবৈধ অভিবাসীদের বিরুদ্বে পুলিশী ধরপাকড় এবং বিক্ষোভ সংক্রান্ত বিষয় নিয়ে একটি স্বাক্ষাৎকার দান কালে এই মন্তব্যটি করেন । অবৈধ বিদেশীদের প্রবেশ বন্ধ এবং মেক্সিকো সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তগুলো যথাযথ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য ওবামাকে দায়ী করে তাকে অন্ডকোষহীন বলার পাশাপাশি আরিজোনার গভর্নর মিসেস জেন ব্রেয়ারের নিজ উদ্যোগে নেয়া অবৈধ অভিবাসী পাকড়াও এবং বহিস্কার বিষয়ক আইনটির প্রতি সমর্থন জানিয়ে মিসেস জেন ব্রেয়ারকে অন্ডকোষধারী সাহসী গভর্নর বলে আক্ষায়িত করেন।
"জেন ব্রেয়ার হ্যাজ কখোনেস (স্পেনিশ ভাষা ),দ্যাট আওয়ার প্রেসিডেন্ট ডাজ নট হ্যাভ" জেন ব্রেয়ারের বিচি আছে যা আমাদের প্রেসিডেন্টের নাই, স্বাক্ষাৎকার দান কালে পালিন আরো বলেন, যদি আমাদের প্রেসিডেন্ট আমদের ফেডারেল আইন প্রয়োগ না করেন তাহলে সবাই (গভর্নর)মিলে জেন ব্রেয়ারকে সেই ক্ষমতা দেয়া হবে যাতে করে তিনি আরিজোনার আইনটি প্রয়োগ করতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।