আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস খাত

I am a student. Want to performwith SomewhereInBlog.নেট

গার্মেন্টস খাত বাংলাদেশের মোট রপ্তানী আয়ের প্রায় সিংহভাগের অংশীদার । যা বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখছে । বহুদিন থেকেই একটি সাধারণ অথচ দুঃখজনক জিনিস জেনে আসছি যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা যে পারিশ্রমিক পায় তা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় একেবারেই সামান্য । এটাকে একটা বৈষম্য বললে ভুল বলা হবে না । অনেকদিন থেকেই গার্মেন্টস শ্রমিকরা তাদের জীবন জীবিকা সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রয়োজনীয় বেতন নির্ধারন ও প্রদানের জন্য গার্মেন্টস মালিকদের প্রতি দাবী জানিয়ে আসছে ।

এ দাবী আদায়ের জন্য শ্রমিকরা কিছুদিন পরপর কিছু অনাকাংক্ষিত কাজ যেমন কারখানায় ধর্মঘট,ভাংচুর,রাস্তা অবরোধ,গাড়ি ভাংচুর ইত্যাদি করে আসছে । ফলে গার্মেন্টস খাতে এর ব্যাপক বিরুপ প্রভাব পড়ছে যা এদেশের রপ্তানী আয় নির্ভর অর্থনীতির জন্য বিরাট হুমকি । এ সংকট সমাধানকল্পে কিছুদিন ধরে সরকারকে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে । শ্রমিকদের ন্যুনতম বেতনের নতুন কাঠামো নির্ধারনে কমিটি গঠিত হয়েছে যার কাজ শ্রমিক পক্ষের দাবি ও মালিক পক্ষের সম্মতির উপর ভিত্তি করে একটি সুন্দর বেতন কাঠামো স্থির করা । অবশেষে এ কমিটি শ্রমিকদের ন্যুনতম বেতন নির্ধারণ কর ৩০০০ টাকা যেখানে শ্রমিকদের দাবি ছিল ৫০০০ টাকা ।

প্রথমদিকে শ্রমিকরা এটা মেনে নেয়নি । সর্বশেষ খবরে জানা যায়, অনেক আলাপ আলোচনার পর শ্রমিকরা এ কাঠামো মেনে নিয়েছে । এটা খুবই আশাব্যঞ্জক । আশাকরি সকল শ্রমিক তাদের কাজে যোগ দেবে । আরও আশাকরি মালিকপক্ষ এখন থেকে শ্রমিকদের স্বার্থ ও সুযোগ সুবিধা নিয়ে ভাববে যেন এরকম অনাকাংক্ষিত পরিস্থিথি আর তৈরি না হয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.