আমাদের কথা খুঁজে নিন

   

"আশার প্রদীপ জ্বালো আর মুক্ত জীবনের আস্বাদ নিয়ো"--আহমাদ ইউসুফ

আহমাদ ইউসুফ

বেদনা খুজিতে কে চায় ভালবাসে কে অনাদর অবহেলায় উড়িয়ে দেয় সুখের পায়রা কে কেইবা চায় হোক আশা চূর্ন ভেঙ্গে যাক মধুর স্বপ্ন কষ্টের স্রোত বয়ে যাক বন্ধ হোক হৃদয়ের স্রোত। কষ্ট লালন করে কে? বেদনা যতন করে যে দুঃখ যাতনা সয়ে হৃদয়ের ক্ষত ঢেকে রাখে সে। কে চায় বল করুনা দুঃখ করনা (সব আশা পূরন হয় না)। তাই বলে স্বপ্ন থেমে থাকে না। আশাও বিমূর্ত রয় না। নিরাশ হয়ো না স্বপ্নছাড়া বেঁচো না। আশার প্রদীপ জ্বালো আর মুক্ত জীবনের আস্বাদ নিয়ো।----আহমাদ ইউসুফ, ঢাকা--২২৪০ ঘঃ, ২২ আগষ্ট ২০১৩ ইং।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।