আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার বিচার থেকে যুদ্ধাপরাধ বিচার কোনটা আসলে সঠিক

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

কোন কোন পত্রিকায় দেখি যুদ্ধাপরাধ কোন কোন জায়গায় দেখি মানবতার বিচার, কোনটা সঠিক আমি বুঝি না, কারো জানা থাকলে, জ্ঞানীগুনি কেউ থাকলে জানাবেন, যদি মানবতা হয় তবে, একটা কথা আছে, ৭১ সালের ১৬ই ডিসেম্বর এর পর যত বিহারীকে (উর্দু ভাষি) রক্ষি বাহিনী ও অন্যান্যরা শ্লোগান দিয়ে, মিছিল করে, তাদেরকে চারদিক থেকে ঘিরে নির্বিচারে হত্যা করেছিলেন, পুড়িয়ে মেরেছিলেন তার কি কোন বিচার এদেশের মানবতার আদালত করবে...? যুদ্ধের পর তো কোন পৃথিবীর আইন বলে না, ঘোষনা দিয়ে মারতে হবে, এভাবে বন্দি কিছু লোককে হোক তারা পরাজিত কিংবা দোষী। এ কথা আমার না, জৈনক বিহারী মুরুব্বীর। আমি কেবলি অবাক হয়ে ভাবতে থাকলাম, তার কথা শুনে। আসলেই যদি যুদ্ধাপরাধ হয় তবে, চারটা পাচটা লোক কেন, শত শত লোক তো এ অপরাধে অপরাধী। নাকি দলীয় তন্ত্র ও বিদ্বেষ থেকে এ ধারনার উদ্ভব। রিক্সায় বসে তার কথা গুলো শুনছিলাম, কোন জবাব দিতে পারিনি। আসলেই তো আমি কিছু জানি না, তাই জানার আগ্রহ নিয়ে এ পোষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।