আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ ড্যান ব্রাউন ও 'ইনফার্নো' (এটা কোন বুক রিভিউ নয় কিন্তু)

আবীর শাকরান মাহমুদ গতকাল থেকে 'ইনফার্নো' তে পুড়ছি। অনেক দিন পর, আবার সেই ড্যান ব্রাউন... যারা ভালবাসেন তাঁর লেখা; দা ডা ভিঞ্চি কোড- এঞ্জেলস এন্ড ডেমন্সের সেই স্বাদ, পাজল-ল্যাবিরিন্থ-ম্যাপ, সিম্বলজি-আইকন, বত্তিচেল্লি, মিকেলেঞ্জেলো, রোমান আর্ট-কালচার, মিডল এইজের রেনেসাঁ যুগ, রোম-ফ্লোরেন্স-ভেনিস শহর, সিক্রেট সোসাইটি, ডার্ক আর্টস, স্যাটানিক সিম্বল, সাম্প্রতিক ‘দা ভিঞ্চি’স ডেমন্স’ টিভি সিরিজ, -শুধুমাত্র তাদের জন্য। ‘ইনফার্নো’র আইডিয়া দান্তের ডিভাইন কমেডির ‘ইনফার্নো’ পরিচ্ছেদ থেকে নেয়া। আর দান্তে’র ‘ডিভাইন কমেডি’ ছিল আমার ছোটবেলার মিডল আর্থ। বাংলা অনুবাদ পড়েছিলাম ক্লাস সেভেনে থাকতে।

হঠাৎ এতদিন পড়ে ওটা আবার পড়তে ইচ্ছে হল, ড্যান ব্রাউনের কল্যাণে। যথারীতি অল্প সময়কালের প্রেক্ষিতে পুরো বই। তবে টান টান উত্তেজনার গ্যারান্টি। অনেকটা 24 সিরিজের মত। রবার্ট ল্যাংডনের সাথে থাকতে তেমন একটা খারাপ লাগে না।

তবে, আগের কয়েকবার উনার চেহারায় কোন মানুষের অবয়ব ছিল না। তবে এবার খালি টম হ্যাঙ্কসকে কল্পনা করছিলাম। (হলিউডের ছবি দেখার কুপ্রভাব। ) ড্যান ব্রাউনের পুঙ্খনাপুংখ ধীর বর্ণনার জন্য বোরিং লাগতে পারে কিছু জায়গায়। তাঁর লেখার শব্দচয়নও তেমন একটা ভালো লাগে না আমার।

তবে এটা ঠিক, যত কিছুই হোক, উনার রেফারেন্স আর মনগড়া কল্পনার খপ্পরে পড়ে শিখতে হয় আসল চিত্রকর্মগুলোর ব্যাপারে। এজন্য সাথে সাথে নেট কানেকশন থাকলে ভাল। যাচাই করে নিতে পারবেন অনেক তথ্য। এটা আমাকে কম হেল্প করেনি। অন্তত নটরডেমের কুইজ টিম এ আর্টস-কালচার ডিপার্টমেন্টে এজন্য কিছুটা হলেও কন্ট্রিবিউশন ছিল।

সেটার সূত্রপাত ড্যান ব্রাউন। মাঝে মাঝে এখনো ইচ্ছে করে, মেডিকেল না পড়লে হয়ত রোমান আর্টস-সিম্বলজি নিয়ে পড়ার কথা মাথায় রাখতাম। আর যাদের পড়ার ইচ্ছে, তাদের জন্য টরেন্ট লিঙ্ক এখানে...ভালই সীড-লিচ আছে। নামাতে কয়েক মিনিটের বেশি টাইম লাগার কথা না... Click This Link 'My gift is the future. My gift is salvation. My gift is Inferno. With that, I whisper my amen … and take my final step, into the abyss." so,come on, let’s get burned in inferno... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।