সময় কাটানোর জন্য ব্লগে লিখি
চোখের সামনে হাজরো নারী শ্রমিক,উদ্যোক্তা এবং অগনতি দেশপ্রেমিক জনতার ভরসার কেন্দ্রবিন্দু পোশাক শিল্প আজ গভীর সংকটে নিপতিত। মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে প্রতিদিনই কোথাও না কোথাও ভাংচুর চলছে। আসলে ভাংচুর কি কোন সমস্যার সমাধান। আমার মনে হয় এতে বরং সমস্যা আরও বাড়বে। অনেক কারখানা তাদের উৎপাদন বন্ধ করে দেবে এতে কারখানা এমনেতেই ব্ন্ধ হয়ে যাবে।
আর বেকার হবে শ্রমিকেরাই। একটা সমস্যা হেয়েছে এটির সমাধান মালিক-শ্রমিক উভয় পক্ষকেই ছাড়ের মাধ্যমে করতে হবে। ইতোমধ্যেই আমাদের বেশ কয়েকটি খ্যাতনামা কারখানা তাদের কারখানা বিক্রি করে দিয়েছে বিদেশী ক্রেতাদের কাছে । এরপর নতুন মালিকরা আরও অত্যাধুনিক যন্ত্রপাতি এনে এগুলোর আধুনিকায়ন করবে আর তখন এমনেতেই কম শ্রমিকের দরকার হবে। সকলের প্রতি আমার আহবান নিজেদের পায়ে কুড়াল মারা বন্ধ করে সবাই মিলে সমস্যার সমাধান করি।
এতে বাচব আমরা এবং আমাদের দেশ, সেই সাথে সবচাইতে বড় এ শ্রমঘন শিল্প।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।