আমি তপু .এবার তোমার কথা বল
মুভিটি যখন প্রথম দেখেছি আমি রিতিমিত কেদেছি, সেদিন এর কিছু কথা লিখেছিলাম,আজ সবার সাথে শেয়ার করছি
প্রথম কিছু মুহুর্ত হেসেছি জয়ির ভয় ভয় বোকামি আর অভিকের ঠান্ডা মেজাজ দেখে
হেসেছি নুরের বোকামি মাখা ভালবাসা আর রিয়ার শাসন দেখে
হঠাত কি এক রংচংয়া বাসের আবরণ যেন মুডটাই মাটি করে দিল।
ভাবলাম এই বুঝি কাহিনি শেষ হবে প্রেমের কোন মিলন দিয়ে।
মামাম এর ছোট্ট পাকা পিচ্চিটার পাকামো যেন মাথা ধরাল।
কিছু সুন্দর মায়াবী রুপসীর একটার তো প্রেমেই পড়ে গেলাম।মোবাইল নম্বরটি যদি সত্যি তার হোত?
কিন্তু কি জানতাম? হলুদ রংকের এক পর্দা এসে বাসটির চোখ চেপে ধরবে?
দেখেই প্রেমে পরা সেই মেয়েটির মৃত্যু দেখতে হবে?
বারে বারে প্রশ্ন করছিলাম পাশের এই মানুষকে এ বাচবে তো? নুর বাচবে তো? রিয়া বাচবে তো?
তার কথা শুনেও মানতে রাজী ছিল না এ মন...অতপর তাই হল
নুরও রিয়া কে একা করে চলে গেল
বোকা মেয়ে জয়ী নাম জানিয়ে বিদায় নিল
হাত ভাঙ্গা ছেলেটির পাশে আমার সেই ভালবাসার লাশ ও পরেছিল।
কিন্তু এ মন এখনও বুঝে না।সে বুঝে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।