যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
**(নতুন আরেকটা সিরিজ চালু করার কথা মাথায় আসল ... সাইকোলজিকাল টেস্ট টাইপের... হালকা বিনোদনের জন্য খুব ভাল একটা বিষয় ... আশা করি সবাই মজা পাবেন
ও, হ্যাঁ ... আর প্লীজ সবাই অংশগ্রহন করুন ... আসুন একটু আনন্দে সময় কাটাই)
উপরের ছবিতে একটা ঘন বন দেখতে পাচ্ছেন, রাইট?
ধরুন এই বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করলেন;
হালকা ঝিরঝিরে বাতাসে মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে;
তার সাথে বাড়তি পাওনা হিসেবে পাচ্ছেন নানান জাতের পাখির মিষ্টিমধুর ডাক।
প্রায় মিনিট পনের হাঁটার পর বনের শেষমাথায় এসে পৌঁছালেন;
চোখের সামনে তখন আপনার শুধুই বিশাল সমুদ্্র!! ভাল করে মন ভরে দেখে নিন ...
আপনাকে এখন ... এইমাত্র আপনার চোখে ভেসে ওঠা সমুদ্্রকে বর্ণনা করতে হবে -- নিচের কোনটির সাথে সবচেয়ে বেশী মেলে আপনার দেখা সমুদ্্র?
ক. সূর্য্যের আলোয় উদ্ভাসিত চারিদিক; চিকচিক আলো খেলে যাচ্ছে সাগরের পানিতে
খ. জোড়ায় জোড়ায় কপোত-কপোতীরা সাগরপাড়ে বসে প;ড়াণভরে উপভোগ করছে সাগরের সৌন্দর্য
গ. ছোট বড় নানা সাইজের ঢেউ এসে আছড়ে পড়ছে সাগরের পাড়ে
ঘ. এক বা একাধিক জাহাজ ভেসে বেড়াচ্ছে সাগরের বুকে
ঙ. উপরের কোনটিই নয় (এক্ষেত্রে আপনার দেখা দৃশ্যটির বর্ণনা দিন)
আশা করি সবাই অংশগ্রহন করবেন ...
অনেক ধন্যবাদ
(বলতে দ্্বিধা নাই ... বেশী বেশী কমেন্ট পাওয়ার আশায় এইটা পোস্ট করলাম ... হে হে হে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।