আমাদের কথা খুঁজে নিন

   

বোঝেনা সে বোঝেনা

বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা। বোঝেনা বোঝেনা বোঝেনা। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি, আর হাটছি যেদিকে আমার দু'চোখ যায় বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা। বোঝেনা বোঝেনা বোঝেনা।

এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা। বোঝেনা বোঝেনা বোঝেনা। বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা। বোঝেনা বোঝেনা বোঝেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.