Life is a Target.... Life is a Mission...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যার সাথে আরেকটি নতুন সমস্যা যোগ হয়েছে। বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের প্রায় প্রত্যেকটি বিভাগেই শ্রেণীকক্ষের সংকট প্রবলভাবে লক্ষ্য করা গেছে। দেখা গেছে যে, একই শ্রেণীকক্ষে ক্লাস করার জন্য একাধিক বিভাগের ছাত্র ছাত্রীরা একই সময়ে ক্লাস করার জন্য হুমড়ি খেয়ে পড়ে আছে। তাছাড়া শিক্ষরাও পড়ছেন এক মাত্রাতিরিক্ত দুর্ভোগে। লক্ষ্য করা গেছে কোনো কোনো ক্লাস শেষ না করেই ছাত্র ও শিক্ষকদের বাধ্য হয়ে বেরিয়ে যেতে হ”য়েছে।
আর খুঁজতে হচ্ছে নতুন আরেকটি শ্রেণীকক্ষ। বিশেষ করে সকাল বেলার ক্লাস চলাকালীন সময় এ সমস্যাটা আরো বেশি। ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, ক্লাস সিডিউলের সমস্যা, সময় নির্ধারণের জটিলতাসহ ইত্যাদি বিভিন্ন কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনও পড়েছে একটা বিপাকে।
তাছাড়া কিছু কিছু বিভাগের শ্রেণীকক্ষের মেরামতের কাজ চলার কারণে ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব শ্রেণীকক্ষে ক্লাস করতে পারছে না। ফলে অন্যান্য শ্রেণীকক্ষগুলোর ওপরে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
এদিকে, নিজস্ব শ্রেণীকক্ষের মেরামত কাজ চলার কারণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রায় উদ্বাস্তু‘ হয়ে পড়েছে। বেশিরভাগ সময়েই তাদেরকে দেখা গেছে ক্লাসের অভাবে অন্য আরেকটি শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে কিংবা দেখা গেছে ভ্রাম্যমান ক্লাস করতে কিংবা অর্ধেক ক্লাস করার পর অন্য আরেকটি ক্লাসের খোঁজে বেরিয়ে পড়তে। এভাবেই চলছে।
কিন্তু‘ এভাবে কত চলতে পারে বা চলতে দেয়া উচিত কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।