আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি কথা বললে হুজুরের মুখ খারাপ............

ভালো লাগে নীল আকাশ,পূর্ণিমার চাঁদ । ভালো লাগে বন্ধু আর বন্ধুত্বের হাত । ।

সত্যি কথা বলতে গেলে আমি সামুতে আসি নতুন নতুন শিখার অনেক কিছু থাকে বলে। যে তথ্যগুলো জ্ঞান প্রসারনের ক্ষেত্রে সহায়ক।

কিন্তু আজকাল সামু খুললে মেজাজ টা খুব গরম হয়ে যায়। সামু- তে বাক স্বাধীনতার একটা ব্যাপার আজ আছে। তাই বলে এই নয় যে যেটা ইচ্ছা সেটা লিখতে হবে। এখন তো সামু -র পেইজটাকে কুরুক্ষেত্র (দ্বাপর যুগে যে স্থানে পান্ডব আর কৌরবরা যুদ্ধ করেছিল) মনে হয়। মজাদার কোন কোন তথ্য তো পায়ই না ।

বরং মনটা বড়ই আখামা হয়ে যায় মারামারি হানাহানি করার জন্য। এখন সামুর পেইজে দেখা যায় আওয়ামীলীগ/বিএনপি, সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পোলাদের হিট দিয়ে কথা বলা, জামায়াহ নিয়ে তো সবার কটাক্ষ আছেই ,আরও কত সব ফালতু কথাবার্তা। তো এইরকম যদি চলতে থাকে সামু-কে আর ভাল লাগবে ? বলুন......... সামু-র সব ব্লগারদের প্রতি আমার একটা অনুরোধ চলুন আমরা সবাই মিলে সামুতে আজগুবি যতসব ফালতু কথা না লিখে, নতুন নতুন তথ্যসমৃদ্ধ লিখা লিখে সামু-র সম্মান টা বজায় রাখি। ভুলে যাবেন না ''আমরা যত ভাল তথ্য দিই পরবর্তী প্রজন্ম তত ভালো ফলাফল আমাদেরকে দিবে। '' এই মূহুর্তে আমার একটা কথা মনে পড়তেছে যেটা আমার মা আমাকে সব সময় বলতেন।

কথাটা হল-''সম্মান পেতে হলে আগে সম্মান দেওয়া শিখ। ''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.