আমার এক ভাতিজা কি সে নেবে আর কি তার অপছন্দ তা সে ভাল করেই জানে। একবারও সে ভুল করে তার পছন্দনীয় বস্তুটি কাউকে নিতে দেয় না। আর আপনি শত চেষ্টা করেও তার পছন্দ নয় এমন কিছু তার হাতে তুলে দিতে পারবেন না। সে যখন তার মা-বাবার জন্য কান্না শুরু করে আপনি তার পছন্দের কিছু হাতে দিলে সে কান্না থামিয়ে দেবে। তার হিসেবে ভুল হয় না।
তার মা-বাবা কাউকে সামনে রেখে তার কোন প্রিয় বস্তু হাতে নিয়ে যদি তাকে জিজ্ঞেস করেন তুমি কি তোমার আম্মু বা আব্বুকে চাও না এটি চাও সে কিন্তু তার প্রিয় বস্তুটিই নিবে, কারণ সে জানে তার মা-বাবা তারই, আর বাকি যা পাবে তাই তার লাভ। তার বয়স মাত্র ২ বছর ১ মাস, এখনও নিজস্ব শব্দে কথা বলে। আমার মনে হল সে কি করে এ হিসেব শিখল । এটা কি প্রাকৃতিক ব্যাপার, তবে আমরা যখন আরও বড় হয়ে উঠি তখন কেন এটা কমতে থাকে ?
এখন আসি দেশের কথায়, আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের মনে দেশপ্রেম, দেশের লাভ, উন্নতির কথা এত কঠিন করে গেথে থাকে যে যেন যুদ্ধ লাগলেই জীবন দিয়ে ফেলি। কিন্তু যখন বড় হয়ে সরকারি চাকরিতে ঢুকি বা রাজনীতি শুরু করি তখন আমাদের দেশপ্রেম কমতে কমতে কোথায় গিয়ে শেষ হয়।
এটাও কি প্রাকৃতিক ?
আজ পত্রিকার পাতায় যারা দুর্নীতির জন্য শিরোনাম হন তারা কিন্তু কেউই ব্রিটিশ বা পাকিস্তানি নন। তারা অর্গানিক বাংলাদেশী বা বাংগালী। কিন্তু তাদের দেশপ্রেমটা ব্রিটিশ বা পাকিস্তানিদের মতই শোষকের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।