আমাদের কথা খুঁজে নিন

   

মাদকের নেশায় জড়িয়ে পড়েছে শিশুরাও

স্তব্দতা আর শূন্যতা থেকেই সব মহাসৃষ্টি

মাদকের নেশায় জড়িয়ে পড়েছে শিশুরাও মোস-াফিজুর রহমান ফয়সাল, (শিশু প্রকাশ) সাতক্ষীরা রিপোর্ট: “এ জীবন আর ভাল লাগেনা । নেশার তিক্ত স্বাদে জীবন আজ ক্লান- ,কবে পাবো মুক্তি তা আজো জানে না। চোখের সামনে ঝরে পড়তে দেখি হাজার হাজার শিশুকে। আমরা সবাই বলতে চাই ,বাঁচতে চাই , শানি- চাই , চাই নেশার সেই ঘৃণ্য জগত থেকে মুক্তি । মাথা উচু করে দাড়াতে চাই সমাজে।

এর কি কোন সঠিক পথ নেই থাকলে জানতে চাই । ” এমনি প্রশ্ন রেখে চলে গেলো নেশার জগতের বাসিন্দা ১৪ বছরের শিশু ইদ্রিস। ও জানতে চাই কবে নেশা থেকে মুক্তি পাবে। এ প্রশ্ন শুধু ওর একার নয় ,সারা শহরের ,সারা দেশের ,সারা বিশ্বের। সাতক্ষীরা শহরের চালতেতলা বাজারের কোল ঘেষে গড়ে ওঠা সুন্দর গ্রাম বাগান বাড়ি ।

কিন' গ্রামের অস্বচ্ছল পরিবারের শিশু সহ গ্রামের কিছু উচ্চবিত্ত পরিবারের শিশুরা বিভিন্ন কারনে মাদকের মায়াবি জালে জড়িয়ে পড়েছে । যে বয়সে এসব শিশুদের হাতে তুলে নেওয়ার কথা ছিল বই খাতা কলম, সেই বয়সে তারা হাতে তুলে নিচ্ছে সিগারেট ,গাজা,মদ,হেরোইনের মত মরণ নেশা । পারিবারিক ভাবে অস্বচ্ছল শিশুরা বর্তমানে অধিকাংশই স্কুল ত্যাগ করে নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন শারীরিক পরিশ্রম ,চুরি ,ছিনতাই সহ বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িয়ে পড়েছে। উচ্চবিত্ত পরিবারের শিশুরা বাড়ির টাকা ,বিভিন্ন জিনিস পত্র চুরি করে নেশার টাকা জোগাড় করছে । বাগান বাড়ি গ্রামের শতকরা ৯২ ভাগ শিশু-কিশোর মাদক সহ বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে ।

শিশু কিশোরদের এসব অসামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে যেয়ে জানা গেলে,এসব শিশুদের বেশির ভাগই কৌতুহলে,কেউ কেউ সামাজিক হতাশা এবং অন্যান্যরা কৈশরের বাধাহীন জীবনের ফল হিসাবে মাদককে সঙ্গি করে নিয়েছে। বিশেষভাবে পরিলক্ষিত যে,এসব শিশু-কিশোরদের হাতে মাদক তুলে দিচ্ছে গ্রামের অন্যান্য যুবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক তথ্য সুত্রের কাছ থেকে জানা যায়,এর পিছনে বিভিন্ন মাদক চক্রের পরোক্ষ হাত আছে। সাতক্ষীরা পৌরসভাসহ শহরের, ঘোষপাড়া, শহরতলির এল্লারচর, রাজার বাগান, কদমতলাসহ বিভিন্ন গ্রামের নারী-পুরুষেরা বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে থাকে । দিনে রাতের অধিকাংশ সময় শহরের গফুুর সাহেবের আম বাগানে ও এর আশপাশের বিভিন্ন স'ানে শিশু-কিশোরদের মাদক গ্রহণ করতে দেখা যায়।

মাদকাশক্ত এসব উচ্ছৃংখল শিশু-কিশোররা রাতে উচ্ছস্বরে গান-বাজনা করে,জুয়া খেলে এবং নেশার আড্ডা বসায়। এতে এলাকার অন্যান্য শিশু-কিশোররা ঝুকির সম্মুখিন হচ্ছে বলে জানিয়েছেন গ্রামের অনেকেই । দিনেরাতের অধিকাংশ সময় এসব মাদকাসক্ত শিশুদের স'ানিয় কিছু দোকানে বসে থাকতে দেখা যায়। উল্লেখ্য,ঘোষপাড়া ও মিয়া সাহেবের ডাঙ্গায় সারাদিন ও রাতে এসব মাদকাসক্ত উচ্ছৃংখলদের আড্ডা বসে। দিনদিন এসব মাদক ব্যবসাকারী উচ্ছৃংখল শিশুদের অপরাধ প্রবনতা বেড়েই চলেছে ।

কিন' আইন প্রয়োগকারী সংস'ার এ বিষয়ের প্রতি বিশেষ কোন নজরদারি পরিলক্ষিত হয়না বলে জানিয়েছেন গ্রামবাসীদের অনেকেই। সমাজের এসব মাদকাসক্ত উশৃংখল শিশুরা দিন দিন হতাশা গ্রস- হয়েপড়ছে। এসব শিশুদের পরিবার সুত্রে জানা যায়, এদের মধ্যে উচ্ছৃংখলতা ,ক্ষুধা মন্দা ,অশ্ল্বিল আচরণ সহ নানা ধরনের বিপর্যয় মুলক কর্মকান্ডের আবির্ভাব বেড়েই চলেছে । এ নিয়ে অবিভাবক মহল চিনি-ত। এছাড়া সাতক্ষীরা শহরতলির লাবসা ইউনিয়নের থানাঘাটা, পৌরসভার মুনজিতপুর, পলাশপোল, কামালনগর, সুলতানপুর সহ বিভিন্ন এলাকার শিশু-কিশোররাও শিকার হচ্ছে মাদকের মরণ থাবাই।

কিন' এ ব্যাপারে প্রশাসনিক কোন হস-ক্ষেপ লক্ষ্য করা যাচ্ছেনা। আজ সমাজের মধ্যে অবাধে মাদকের আনাগোনা । মাদককে করে তুলেছে সহজ লভ্য আর শিশুদের করে তুলেছে মাদক গ্রহনে অবাধ সাহসী। তাই আজ রাস-ার মোড়ে, ব্রীজের উপরে বিভিন্ন দোকানে প্রকাশ্য দীবালোকে শিশু-কিশোররা মাদক সেবন করছে। সংশ্লিষ্ট বিষয়ের সরকারি বেসরকারি সংগঠনগুলো মাদকের অবাধ আনাগোনা ও মাদকের ব্যবহার বন্ধের বিভিন্ন পদক্ষেপ কাগজে কলমে এবং বিভিন্ন সেমিনারে নিলেও বাস-বে সাতক্ষীরায় এর কোন প্রভাব পরিলক্ষিত হচ্ছে না।

মোস্তাফিজুর রহমান ফয়সাল শিশু সাংবাদিক, শিশুপ্রকাশ, সাতক্ষীরা মোবা:০১৯১৭১৪৭৬১৮ ই-মেইলাৃচ প্রকাশিত পত্রিকার নাম: দৈনিক পত্রদূত, সাতক্ষীরা। প্রকাশের তারিখ:০৬.০৩.০৮ , রিপোর্টের ধরণ: ব্যাক্তিগত রিপোর্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।