জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ
আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জামাই মেলা। বৃন্দাবন দাসের রচনা ও আজহারুল ইসলাম বাবুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন দিহান। কথা হলো তাঁর সঙ্গে।
শুটিংয়ে ব্যস্ত? কথা বলা যাবে কি?
শুটিং নেই।
বাসায় আছি। কথা বলতে পারেন। আসলে আমার পরীক্ষা চলছে। নাটকে কাজের ব্যস্ততা ছিল টানা কিছু দিন। এখন পরীক্ষা চলছে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করছি। আপাতত এই পড়াশোনা নিয়েই ব্যস্ত।
আপনার তো দুটি ধারাবাহিক নাটক এখন প্রচারিত হচ্ছে।
হ্যাঁ। এফএনএফ ও জামাই মেলা।
এ দুটি নাটকের শুটিং করতে হয় প্রতি মাসেই। এর বাইরেও আরও কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করেছি। তবে সেগুলো এখনো প্রচার শুরু হয়নি। শুরু হলেই সেই নাটকগুলোর কাজও প্রতি মাসেই করতে হবে।
‘এফএনএফ’ নাটকে দেখা যায় আপনি অতি আহ্লাদিপনা করেন।
কেউ কেউ বলেন, বাস্তব জীবনেও নাকি আপনি সে রকমই?
যাঁরা বলেছেন, তাঁরা ভুল বলেননি। এই নাটকে আমি যতটুকু আহ্লাদিপনা করি, বাস্তব জীবনে তার চেয়ে আরও বেশি আহ্লাদিপনা করি। আমি ছোটবেলা থেকেই এ রকম। তবে ওই নাটকে যেমন দেখানো হয় যে সারাক্ষণ খুনসুটি লেগেই থাকে, বাস্তব জীবনে আবার আমি এর উল্টোটা করি। সবার সঙ্গে ভাব করে বসবাস করি।
হা...হা...হা...।
‘জামাই মেলা’ নাটকটি নিয়ে কিছু বলুন।
খুবই হাসির নাটক। একটা গ্রাম আছে, যেখানে সব ছেলে বিয়ে করে ঘরজামাই থাকে। সে রকমই একটি ঘরের স্ত্রী আমি।
ঘরজামাই এবং পারিপার্শ্বিক কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এ নাটকের অনেক দৃশ্যই ছিল, যেগুলোতে কাজ করতে গিয়ে খুব আনন্দিত হয়েছি।
নাটকটিতে কাজ করতে গিয়ে কি কোনো মজার স্মৃতি মনে পড়ে?
মজার স্মৃতি নেই, তবে একটা কষ্টের স্মৃতি আছে। নাটকের শুটিং করেছি আমরা পুবাইলে। উফ্।
ঢাকা শহর থেকে পুবাইলে যেতে আর আসার পথে যে দীর্ঘ সময় গাড়ির মধ্যে যানজটে বসে থাকতে হতো, সে কথা এখনো আমার মনে আছে। ঘণ্টার পর ঘণ্টা কোনো কাজ ছাড়াই কেটে গেছে, এটা মনে হলেই তো কষ্ট পাই। কত সময়ের অপচয়, বুঝতে পারছেন?
পড়াশোনা শেষ করে কী করবেন?
কী করব, তা এখনো ঠিক করিনি। অভিনয় আমার প্যাশন, এটা পেশা নয়। তবে ইচ্ছা আছে বিনোদনের ভুবনেই আমি কাজ করব।
চলচ্চিত্রে আর কাজ করলেন না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।