আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই! ফেসবুক স্ট্যাটাসে কি দেখি?
শুধু অভিযোগ। কিছু করছে কেউ, সেখানেও দেখি অভিযোগ। অতীতের মহাপুরুষেরা কি অভিযোগ করেছিলো কারো কাছে? তারা কি হাসি মুখে সকল বাধা অতিক্রম করেনি?
আমি আমার স্বজ্জন বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করলাম তোমরা কি ভালোবাসো সবচেয়ে বেশী
কেউ বলে ভালোবাসে তার ভালোবাসার মানুষ, মা বাবা, ভাই বোন, পরিবার।
কেউ ভালোবাসে বসন্তের বাতাসে গা এলিয়ে দিয়ে প্রান খুলে গান গাওয়া।
এটা আমিও ভালোবাসি। আমার গলা খুব খারাপ, আমার জীবনসঙ্গী আমাকে গাইতে শুনলে ফোন রেখে দেয়। তবু আমি আনমনে গাই, মাঝে মাঝে মন ভুলে ওকে ফোনে রেখেই গান গাই, ও গলা মেলায়।
আমার এক বন্ধু বলেছিলো,"যদি একটা সময় এসে দেখি আমাকে কেউ ভালোবাসে না তখন অতীতের স্মৃতিগুলোর সবচেয়ে বড় সম্পদ হয়। কিন্তু সেই অতীতের স্মৃতিগুলোই ভয় আর ঘৃনায় পরিপূর্ন হয়ে থাকে তখন সে জীবনের কোনো মানে হয় না।
"
সে বন্ধুটি গত বছর বিসিএসে চান্স পেয়েছে, বিয়ে করেছে, ফুটফুটে একটা ছেলে হয়েছে তার।
আমি ঠিক এই মানুষগুলিকেই বললাম কি ঘৃনা কর?
কেউ বলেছিলো এই জীবনটাকে ধারন করাটা খুব কষ্টের। হয়তো একদিন সে সাহসী হবে, তার এই দুঃস হ জীবনটার ইতি টানবে।
কেউ বলেছিলো খুব সুন্দর গান কাছে মানুষের হাত ধরে শোনা। অথবা ছোটবেলার প্রথম প্রেমের মুখোমুখি হওয়া, কানে ধরে ভুল স্বীকার করে আবারও নতুন করে শুরু করতে চাওয়া।
হয়তোবা সে সাহস হবে না কোনোদিনও, তবু যদি একটা সুযোগ যদি সে পেতো।
আমরা এতটাই বিভক্ত এবং সমালোচনামুখর যে খোদ রবী ঠাকুর বা নজরুল বেচে থাকলে বলতাম নজরুল জামাত শিবির আর রবী ঠাকুর লীগ। এটা আসলেই ভালো নয়।
আমি জীবনে ভুল করেছি, অনেক ভুল। কিন্তু ভুল করে মাথা পেতে নিয়েছি, দুঃখিত হয়েছি।
তারপরেরদিন সকাল বেলা নতুন আলোয় জীবনটাকে শুরু করেছি।
আমাদের স্বাধীনতা আছে, আমার বুক ভরা আবেগ, বিবেক বুদ্ধি সবকিছুই আছে। আমরা এগুবো না কেন? আমরা কেন সুখী হবো না?
আজকে যে মেয়েটি সকল বন্ধন ছিন্ন করে ঘর ছাড়লো, সেই মেয়েটি কি কাল ঘরে ফিরবে না? মায়ের বুকে মুখ লুকিয়ে কেদে তার আচল ভেজাবে না?
ভেজাবে একদিন। সেই আশাতেই তার মা বেচে থাকে। হয়তো কেউ ভুল বুঝতে পারবে আর সেখানেই ঘটবে মেয়েটির বিজয়।
আর এই বিজয়ের জন্য বেচে থাকতে হবে। প্রতি মুহুর্তকে উপভোগ করতে হবে।
উপরে ঈশ্বর আছে, একটা কিছু হবেই!
যা বলার তা এখনই বলি, যা করার তা এখনই করি, কালকে হয়তো সে সুযোগ নাও হতে পারে। জীবন তো একটাই তাই না?
বিঃদ্রঃ যারা জীবনটাকে ঘৃনা করে তাদের জন্য। যারা জীবনটাকে পদার্থবিজ্ঞান বা দর্শন বা সৃস্টিশীল বিষয় দিয়ে ব্যাখ্যা করতে চান সেসব গিফটেড মেধাবীদের জন্য এই লেখা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।