সম্প্রতি চুয়েট-রুয়েট-কুয়েট এরা একসাথে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও বুয়েট রাজী হয়নি। আমি অবশ্যই এই সিদ্ধান্তের পক্ষে এবং এখানে সেটা নিয়েই লিখছি। তার আগে কিছু কমন জিনিসে কথা বলি।
একসাথে পরীক্ষা হলে কার লাভ ?? উত্তর: পরীক্ষার্থীর....... কারণ নিজের অভিজ্ঞতা না থাকলেও কিছুদিন আগে কাজিন-টাকে দেখলাম পুরো বাংলাদেশ প্রায় ঘুরে বেড়াতে হল পরীক্ষা দেয়ার জন্যে। ঘুরতে সমস্যা নাই কিন্তু পরীক্ষার টাইমে ঘুরাঘুরি করতেই যদি টাইম যায় সেটা গ্রহণযোগ্য না।
একসাথে পরীক্ষা নেয়ার উদাহরণ কোথা থেকে আসলো ?? উত্তর: মেডিকেল অ্যাডমিশন টেস্ট.........
এর সমস্যা ?? উত্তর: দুর্নীতি-প্রশ্ন ফাঁস-ভার্সিটিতে সিট ফাঁকা থাকা মাইগ্রেশন সিস্টেমের অভাবে ইত্যাদি ইত্যাদি....
**************
এই প্রসেসে আমি (এবং বুয়েটের আরো অনেকে) সমর্থন করি না কারণ আমরা আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে গর্ব করি, সামগ্রিকভাবে পরীক্ষা হলে কোশ্চেন ডিস্ট্রিবিউটর কে হবেন ??? যেই দেশে বিসিএস এর প্রশ্ন আউট হয় সেখানে এটার হবে না এর কোন গ্যারান্টি নাই।
স্টুডেন্ট কোয়ালিটি নিয়ে অনেকে বললেন দেখলাম। আমি মনে করিনা বুয়েটে পড়েছি জন্যে আমি শ্রেষ্ঠ আবার "অমুক" ভার্সিটিতে পড়িনি জন্যে আমার জীবনটাই বৃথা। "বৃক্ষ তোমার নাম কি ? ফলে পরিচয়"........ সুতরাং বুয়েটিয়ান হন, আর যাই হন আপনি পরিচিত হবেন আপনার নিজের পটেনশিয়ালিটিতে। "আমি বাংলাদেশের নাগরিক": এটাই শেষ ও মূল কথা।
দেশ থেকে কি নিলাম- দেশকে কি দিলাম সেটা দিয়ে কারো বিচার হবে, অহংকার করলেও এটার বেসিসে করতে হবে।
একসাথে পরীক্ষা হলে আমি প্রথম যেই কারণে বিরোধীতা করব তা হল ট্রাডিশন ব্রেক চাইনা আমি। এই একসাথে পরীক্ষাটা কি স্যাট টাইপের কিছু ??? অবশ্যই না।
দ্বিতীয় কারণ হল কোশ্চেন সেটিং। আমরা বুয়েটিয়ানরা আমাদের অ্যাডমিশন টেস্টের স্বচ্ছতা নিয়ে গর্ব করি সুতরাং আজকে অন্য ভার্সিটির কারো একজন প্রশ্নে পরীক্ষা হবে এটা মেনে নিতে পারছি না।
তিনি প্রশ্ন কঠিন/সহজ এর কোনটা করবেন তা জানিনা কিন্তু সেটা বুয়েটে এতকাল হয়ে আসা কোশ্চেন স্ট্যান্ডার্ডকে ফলো করবে কিনা সেটা একটা প্রশ্ন।
এছাড়া বুয়েটে প্রশ্ন ছাপা হয় সম্ভবত পরীক্ষার আগের রাতে যাতে কোন ফাঁস টাইপের কিছু না হয়: এটা কিভাবে গুচ্ছ পরীক্ষায় সাপোর্ট করা হবে ???
তৃতীয় কারণ হল, দূরত্ব। ঢাকা দেশের মাঝামাঝি হওয়াতে সবার জন্যে ঢাকা আসা সহজ কিন্তু পুরো দেশ ঘোরা কঠিন (রাজশাহী-চট্টগ্রাম-খুলনা হলে বাকি থাকলো খালি সিলেট এলাকা)।
চতুর্থ, দেশে তো আরো অনেক ভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়ায়, ওরা কেন বাদ যাবে ??? হয় সবাই আসবে গুচ্ছ পরীক্ষায় নয়তো বুয়েট যাবে না: আমি এটাই বলব। নয় সবাই- নয়তো কেউ না।
পঞ্চম, এমআইটি-স্ট্যানফোর্ড এই ভার্সিটিগুলি'র অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখবেন অনেক হাই। কেন ??? কারণ: তারা সেরাদের নিতে চায়। আমাদের বুয়েটও যদি এমনটা চায় তাহলে কারো তো প্রশ্ন তোলার কারণ দেখি না। বাংলাদেশের প্রেক্ষিতে করা rank অনুসারে বুয়েট ১ম নাকি লাস্ট সেটা ফ্যাক্টর না, একটা স্বায়ত্বশাসিত ভার্সিটি যেমন ইচ্ছা তেমন স্টুডেন্ট ভর্তি করতে চাইতেই পারে এবং এ ব্যাপারে কারো কথা বলা উচিত কি ???
ষষ্ঠত ও শেষ, আরো যে কারণে সাপোর্ট করবো না তা হল কোটা সিস্টেম। একসাথে পরীক্ষা হলে অ্যাডমিশন সিস্টেমটা ভার্সিটি থেকে সরকারের কাছে চলে যাবে এবং এর ফলশ্রুতিতে আসবে কোটা সিস্টেম (ভোট টানার সিস্টেম)।
মেডিকেলে জেলা কোটা বলে একটা ব্যাপার আছে, এর কারণে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাদ হয়ে যায়। আমি চাই দেশের সেরা স্টুডেন্টরা বুয়েটে আসুক, এতে আদিবাসী কোটা ব্যতীত আর কোন কোটা প্রথা দেখতে চাইনা আমি......
***********
রুয়েট-কুয়েট-চুয়েট একমত হয়েছে তাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সমান, তারা একমত হয়েছে অ্যাডমিশন টেস্ট তদারকি নিয়ে তারা সন্তুষ্ট এবং তাদের সিদ্ধান্তে ৩টাতেই পরীক্ষা দিতে চাওয়াদের সুবিধা হয়েছে সুতরাং ওদের একসাথে গুচ্ছ পরীক্ষা নেয়াকে আমি অবশ্যই সাপোর্ট করি।
************
সুতরাং বুয়েটেও গুচ্ছ পরীক্ষা নেয়ার কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এর বদলে যদি স্যাট টাইপের কিছু করা যায় তাহলে ভাল। নয়তো নিয়ম করা হোক, ইন্টারের ম্যাথ-ফিজিক্স-কেমিস্ট্রি এর নাম্বার প্রকাশ করা হবে এবং ভর্তি হবে এর ভিত্তিতে: তাহলে অনেক ভাল হবে কারণ তখন আর কোচিং সেন্টারও লাগবে না এবং সবাইকেই আলাদা করা যাবে মেধা অনুসারে ( মানে ৮০ আর ১০০ একই গ্রেড আবার ৮০-৭৯ আলাদা এই সমস্যাগুলি দূর হবে)
***************
সবশেষে বলব, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গুচ্ছ পরীক্ষা হলে ভাল তবে বাংলাদেশের প্রেক্ষিতে এটা অ্যাপ্লিকেবল না।
যেটা করা যেতে পারে সেটা হল পুরো দেশের সব সায়েন্স স্টুডেন্টকে একটা কমন পরীক্ষা দেয়ানো যেতে পারে এবং সব ভার্সিটি (পাবলিক-প্রাইভেট সব) সেই স্কোরের উপর বেজ করে স্টুডেন্ট নিবে। এই পরীক্ষা হবে জেলা সদরগুলিতে এবং ভীষণ সিকিউরডভাবে হবে ( দরকার হলে ৩মাস ধরে হবে)।
আমি একজন বুয়েটিয়ান জন্যে অবশ্যই আমি কুয়েটিয়ান-রুয়েটিয়ান-চুয়েটিয়ানদের সম্পর্কে ডিটেইলস জানিনা, যা জানি তা বন্ধুদের দ্বারা। এই ৩টি ভার্সিটি যেহেতু একসাথে একই প্রশ্নে পরীক্ষা নিতে রাজী হয়েছে তাই এগুলিতে পরীক্ষার্থীদের এগুলিতে পরীক্ষা দেয়ার টোটাল কষ্ট চিন্তা করে আমি এদের একসাথে পরীক্ষা নেয়া সাপোর্ট করলেও বুয়েটে সাপোর্ট করতে রাজী না।
**************
ডিসক্লেইমার: বুয়েট নিয়ে লিখা দেখলে অনেকেই ভাবেন ভাব মারা লিখা আমি এখানে যা লিখেছি সেটা আমার "নিজস্ব" ইনস্টিটিউশন এর উপর লিখা।
এতে ভাবের দেখা খুঁজে পেলে সেটা আপনার দুর্বল মনের পরিচায়ক হবে এবং সেক্ষেত্রে পোস্টে "বুয়েট" কথাটা এডিট করে "অগা-মগা-য়েট" পড়বেন এবং বিশ্লেষণ করবেন আবার পোস্টটা: এই অনুরোধ থাকলো।
ভাল থাকবেন সবাই...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।