ভালো আছি....
কেউ যখন পর্যবেক্ষন শেষে সংকলিত পেইজ এ আসে তখন সে খুশিতে বাক-বাকুম করে..... কিন্তু আজ হলো উল্টো.......কেন ????? আইডি খোলার পর অনেক দিন পর্যবেক্ষন শেষে আজ সামুতে প্রথম পোস্ট দিলাম.... আর এতে করে নিশ্চয় সামু খুশিতে বাক-বাকুম করছে......... ও আর একটা কথা, সামু যদি এ বিষয়ক কোন পোস্ট দেয় তাহলে দয়া করে মাইনাস দিবেন না... কারণ তাদেরও তো একটা মন........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।