আমাদের কথা খুঁজে নিন

   

সামু ব্যাপক হারে নতুন আইডি প্রসব করছে। নতুন ব্লগারদের স্বাগতম।

http://www.facebook.com/Kobitar.Khata

গত কয়েকদিন ধরে লক্ষ করছি একটু পরপরই ''আমি সেপ হইলাম'' ধাঁচের পোষ্ট ব্যাপকহারে আসা শুরু করেছে। তারমানে সামু ব্যাপক হারে নতুন আইডি প্রসব করছে। ভাল... ভাল...... এই আইডি গুলো দিয়ে আর কিছু হোক না হোক সামু কর্তৃপক্ষ দাবী করতে পারবে আমাদের সামুতে এত হাজার সদস্য আছে। (যদিও বিশাল একটি অংশ ভুয়া আইডি) নতুন যারা সেফ হয়েছেন বা হচ্ছেন তাদের সবাইকে সামুতে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি ''আমি সেফ হলাম'' টাইপের লেখা না দিয়ে চমৎকার কোন লেখা দিয়ে আপনাদের ব্লগিং জীবন শুরু করবেন। ইদানিং সামুতে ভাল ব্লগার আর ভাল লেখার বড়ই অভাব। আমার মতো ''আবজাব'' ব্লগারে ব্লগ ভর্তি হয়ে গেছে। আশা করি আপনাদের ভাল লেখা দিয়ে ব্লগে জমিয়ে তুলবেন। শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.