মেহরিন সাদিয়া সুমি
একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। উদ্বেগ তো কিছু থাকবেই। হিলারি ক্লিনটন সেই উদ্বেগেই আছেন। মেয়ে চেলসির বিয়ে নিয়ে তাঁর স্বামী বিল ক্লিনটনও উদ্বেগে আছেন বলে হিলারি জানান।
পাকিস্তান সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল সোমবার ইসলা-মাবাদে এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।
তবে তিনি বিয়ের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
হিলারি বলেছেন, চেলসির বিয়ে নিয়ে তিনি ও তাঁর স্বামী বিল ক্লিনটন উদ্বেগে আছেন। দুজনেই অস্থিরতায় ভুগছেন। তিনি আরও বলেন, বিল ক্লিনটন মেয়ের বিয়েতে সামান্য দেখাশোনা করলেও এই বিয়ের অনুষ্ঠান হবে অসাধারণ একটা অনুষ্ঠান।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস করা ৩০ বছরের চেলসির সঙ্গে ৩১ জুলাই ব্যাংক কর্মকর্তা মার্ক মেজভিনস্কির বিয়ে হবে।
এই বিয়ে নিয়ে পশ্চিমা গণমাধ্যমে মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে। তারা হিলারির কাছ থেকে বিয়ের খুঁটিনাটি সম্পর্কে জানার চেষ্টা করছে। তবে হিলারি বলেছেন, ‘আমি মুখে টেপ মেরেছি। বিয়ের বিস্তারিত কাউকে জানাব না বলে শপথ নিয়েছি। ’
চেলসির বিয়ে নিয়ে হিলারি মুখে তালা মারলেও গণমাধ্যম ঠিকই খোঁজখবর নিচ্ছে।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চেলসির বিয়েতে পাঁচ শতাধিক গুরুত্বপূর্ণ অতিথি যোগ দেবেন। তাঁদের মধ্যে রাজনীতি ও বিনোদন জগতের অনেকেই থাকবেন।
সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক বলেছে, চেলসির বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর পরিবার। এ ছাড়া থাকবেন কণ্ঠশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড, হলিউডের চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী কেট ক্যাপশ।
অতিথিদের তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, টেড টার্নার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর ও ইতিহাসবিদ ডোরিস কেয়ার্নস গডউইন।
তবে অতিথিদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত কোনো মার্কিন নাগরিক অথবা দক্ষিণ এশিয়ার কেউ রয়েছেন কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ নিয়ে এখনো রহস্য ঘুরপাক খাচ্ছে।
বিয়ের খাবারের তালিকায় ভারতীয় কোনো খাদ্য থাকবে কি না, তাও জানা যায়নি। যদিও ভারতীয় খাবারের প্রতি আসক্তির কথা জানিয়েছেন ক্লিনটন দম্পতি।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।