আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমনে রেকর্ড গড়লেন হিলারি ক্লিনটন

মার্কিন পররাস্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন পররাস্ট্রমন্ত্রী হিসেবে ১৩,৫৭,৭৫৩ কিলোমিটার আর ১০২ টা দেশ ভ্রমন করে যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রীদের মধ্যে ভ্রমনের এক নতুন রেকর্ড গড়েছেন। না এটা কোন বিশ্ব রেকর্ড নয় তবে মার্কিন পররাস্ট্রমন্ত্রীদের মধ্যে এটা একটা রেকর্ড। গত ১৭ ই জুলাই তার বিশেষ বিমানটি যখন এন্ড্রুজ এয়ার বেসে ল্যানড করল তখন তিনি এবং তার সফরসংগিরা ১৩ দিনে প্রায় ২৭০০০ (সাতাশ হাজার) মাইল ভ্রমন করে ফিরলেন! এই সময়ে তিনি ফ্রান্স-আফগানিস্হান- জাপান- মঙ্গোলিয়া- ভিয়েৎনাম- লাওস-কোম্বোডিয়া-মিশর-ইসরাইল চক্কর দিয়ে ফিরলেন। মজার ব্যাপার হল ইসরাইলে যখন ভ্রমন জনিত ক্লান্তিতে তার মাথা ঘোরার কথা তখন তিনি বলেন তিনি আরো ঘুরতে পারতেন তবে তার সফরসঙ্গিরা বাড়ি যাবে তাই..। বুঝুন! ৬৪ বছর বয়সি হিলারী রডহ্যাম ক্লিনটন ২০০৯ সালে পররাস্ট্র মন্ত্রী (সেক্রেটারী অফ স্টেট) হবার পর তিনি ৩১৫ দিন ভ্রমনে ১০২ টা দেশ আর মোট ৮,৪৩,৮৩৯ মাইল মানে আমাদের হিসাবে ১৩,৫৭,৭৫৩ (তের লাখ সাতান্ন হাজার সাতশত তিপ্পান্ন) কিলোমিটার ভ্রমন করেছেন!! এর চাইতে বেশী ভ্রমন করা পররাস্ট্রমন্ত্রী অবশ্য আছেন, কিন্তু মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির সময় তারা ঐ শাটল কর্কের মত মধ্যপ্রাচ্য আর ওয়াশিংটন করেছে। এত গুলি দেশ কেউ কভার করেন নি। তিনি মঙ্গোলিয়া এবং লাওস গেছেন যেখানে গত ৫৭ বছরে কেউ যাননি। আগামী ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হলে আর সেই সাথে নির্বাচিত হলে অবাক হবার কিছু নেই! সুত্র নীচে: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।