মশিউর রহমান
জয় বাউলের জয়
শ্রী বেনীমাধব শীল সম্পাদিত কাশীদাসী ''মহাভারত ''-এর
পাতা ওল্টাতে ওল্টাতে ১২০০ পৃষ্টায় স্বর্গারোহণপর্ব্ব-এ
যুধিষ্ঠির কর্ত্তৃক শ্রীকৃষ্ণের স্তব-এ [৩-১৬ লাইন] দেখলাম
সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি হর্ত্তা কর্ত্তা।
প্রধান পুরুষ তিন ভুবনের ভর্ত্তা। ।
মীনরুপে বেদ তুমি উদ্ধারিলে জলে।
...................................
................................
...............................
''কল্কিরুপে বিনাশ করিবে ম্লেচ্ছভূপে।
প্রতি কল্পে অবতার হৈলে এইরুপে। । ''
এই নিম্ন দুইটা লাইন পড়ে বুঝেছি, কলি কালের যে আবতার ''কল্কি '' আসবে আমাদের এই বাংলায়। বিনাশ করিবে বাংলার সকল অনিয়ম ।
আর্যরা আমাদের এই বাংলা দখল করতে না পেরে আমাদের অসুর জাত এবং আমাদের এই ভু-ক্ষন্ড কে ম্লেচ্ছ বলে ছিল ।
ম্লেচ্ছ মানে [১বি.অনার্য; যবন; বেদেশিক জাতি; অন্ত্যজ শ্রেনী; অহিন্দু ২ বিণ.অনার্য-সুলভ; যাবনিক; হিন্দুবিরোধী পাপীষ্ট ; কদাচারী]
কল্প মানে অভিপ্রায় [Brommer অভিপ্রায়]
বাংলা আজন্ম স্বাধীন কারন প্রাণ যায় যাক মান তবু থাক। প্রমান মহাভারত তার প্রমান দীগ্বিজয়ী বীর আলেকজান্ডারের বাঙ্গাল রাজাদের পাগলা হাতীর পালদেখে বিমুখ হয়ে ফিরে যাওয়া তার প্রমান মহারাজ শশাংক তার প্রমান পালবংশ তার প্রমান সিরাজদ্দৌলার মৃত্যু প্রমান মোঘলদের বিরুদ্ধে বার ভুঁইয়াদের বিদ্রোহ তার প্রমান ক্ষুদিরাম তার প্রমান তিতুমীরের বাশেঁর কেল্লা তার প্রমান ১৯৫২ সাল তার প্রমান ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ ইত্যাদি প্রমান এই কথা আমাকে বলে।
ও হ্যা আমি কিন্তু ১৪০০ হিজরীর পরের আগন্তক এ পৃথিবীতে।
জয় বাউলের জয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।