উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
নিউ ইয়র্ক এ অবস্থিত, মিডিয়ার গুনে প্রসিদ্ধিত টাইম স্কয়ার এর কথা এখানে উল্লেখ করছি না। এই টাইম স্কয়ার টি বাংলাদেশেই। এটির অবস্থান ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পিচ ঢালা সরু সড়কে অবস্থিত।
পিচ ঢালা সরু সড়ক এজন্য বলছি, কারন বাংলায় অনেকেই এই সড়ককে মহা সড়ক বলেন(বিশেষ করে পুলিশ বাহিনী) মহাসড়কের সংজ্ঞা কি না সরকার, না অভিধানে এর বিস্তারিত পাওয়া যাবে। যা হোক, সে বিতর্ক এখন করতে চাচ্ছি না।
টাইম স্কয়ার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে (বা চট্টগ্রাম-ঢাকা পথে) সুন্দর, পরিচ্ছন্ন, আরামদায়ক একটি বিরতি রেস্টুরেন্ট (কোন প্রচারনা করছি না মালিক পক্ষ থেকে; আমি এর মালিক নই, মালিক হলে এই ব্লগে সম্ভবত থাকতাম না)। ভেতরে দোতলায় ভাল খাবার জায়গা, ওয়াশরুম ও মসজিদ ও আছে। এটি মিয়া বাজারের কাছাকাছি। নিজের গাড়ি তে এই পথে ভ্রমন করলে, এখানে বিরতি নিতে পারেন।
নিচে রেস্টুরেন্টির প্যনোরামা ছবি দিলাম (আমার জন্য দ্বিতীয়)
টাইম স্কয়ার (প্যনোরামিও তে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।