একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
বিশ্বায়নের মোড়ক মোড়া
আমাদের এই গোলাকার গ্রহ_
বির্বতনের বলি, আর দশটা
মানুষেরই আমি একজন !
সৃষ্টির সবচেয়ে মেধাবী, শ্রেষ্ট
এবং প্রিয় মুখ আমি ।
আমি মানুষ ; কিশলয় কণিকার
হাজারো পরাগরেণু আমার
স্পর্শেই বিকশিত হয় ।
লালিত ভাবনারা হর হামেশাই
পালিত হয় আমার সৌজন্যে,
প্রকৃতির মহৎ উদ্দেশ্যে নেয়া
গভীর পরিকল্পনাগুলো আমিই,
বাস্তব করে তুলি, নিরেট ভাবে ।
সুখ দুঃখের হিসেব, পাওয়া
না পাওয়ার বিভাজন,
কিম্বা লাভ-ক্ষতি, সবই আমার
মস্তিষ্ক প্রসূত ।
আমার প্রয়োজনেই,
সব একলা আমার জন্যে !
ফুল ফোটে, চাঁদ হাসে,
পাখি গায়, সূর্য্যি উঠে_
আমার প্রয়োজনের বাহন হয়ে ;
ঝগড়া বিবাদ, কৃত্রিম বলয়,
হিংসা, দ্বেষ, বিরহ-ব্যাথা,
খুন-খারাবী আমাকে ঘিরেই ।
আমি দায়ী, আমি সুন্দর
আমিই পূজনীয়, নন্দিত, নিন্দিত,
সৃষ্টির বিশাল রহস্য ;
সৃষ্টির উন্মাদনা, বর্বর ধ্বংসযঙ্গ
সবখানেই পরশ আছে আমার ।
আমি নির্ভেজাল নিরেট শুদ্ধ,
আবার এই আমিই কুহেলিকার
পিছনে ছুটি....
আলো ছেড়ে অন্ধকারে,
আমিই ঘুরি, পুষ্ট আমি
তুষ্ট আমি, নষ্ট আমি
ভ্রষ্ট আমি, ভীষণ কষ্টে সৃষ্ট আমি ।
মানুষ আমি । হাসছি আমি
কাদঁছি আমি, আমার আমিই গাইছে-
একা সম্মিলনের জয়গাথা ।
বাদল রাতে আমিই একা
বাঁধন হারা বেড়াই ঘুরি ।
আমিই মরি, গড়াগড়ি খাই
দুঃসহ ব্যাথায় কঁকিয়ে উঠি ।
ফুলেল দিনের নীল জোছনায়
ভুল ভাবনায় খেয়াপারের
তরী ভাসাই, বিশ্বাস করো
এই আমিই ক্ষুধিতের মুখে
অন্ন জোগাই, সাম্য আনি,
মানবাধিকার আমারি সৃজন ।
দূর্ভাবনায় যে রাত কাটে
সে রাত আমার ! গভীর মমতায়
মায়ের বুকে লুটোপুটি খাই ।
দুঃস্বপ্নের মোহ ছেড়ে, ছটফটিয়ে
একলা একা, দোল পুর্নিমায়_
আমিই কেবল হুলি খেলি,
রক্ত দিয়ে রক্ত নিয়ে, মানস চিরে ।
ক্লান্ত কুহক নিরালে ডাকে
আমার জন্যে ! বেওয়ারিশ লাশ হয়ে
ডাষ্টবিনে রই, ময়লার স্তুপ
জমিয়ে তুলি, ভূতল জুড়ে !
আমি শিল্প পুরুষ, নবজাতক, ঘাতক
আমি । চিত্তমাঝে নিরবে ঘুমায়
বিত্ত লালসা ।
পাষাণ স্তুপে ছাওয়া সকাল,
রক্তমাখা দুপুর বেলা,
নীল ঘামের ঐ মিয়ানো বিকেল,
সন্ধ্যা রাণী, শুদ্ধ বাণী, কানাকানির
হিড়িক তোলা দুঃসময়ে
আমি একা ভীষণ রকম ।
লিখন
মার্চ-১৫.২০০৬
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।