আমাদের কথা খুঁজে নিন

   

সামু আমারে চেয়ার দিছে, বসতে গেছি, পিছন থেইক্যা চেয়ার টান মারছে, আমি পইর‌্যা গেছি

দৌড়ের উপ্রে থাকলে এইখানে বইসা একটু জিরান, হাসেন।

আমার বয়স তো বেশি না, সামুতে মাত্র ২ মাস ১ সপ্তাহ। এই ছোট বাচ্চাডার লগে সামু এমন করতে পারলো??? জেনারেল থেকে সেফ হইতে না হইতে আবার জেনারেল!! বহু অপেক্ষার পর আমাগো দেশের নতুন সংসদ ভবনের (সামুর) সদস্যের পদ পাইলাম...কিন্তু ক্ষমতা পাইয়া তা একটু প্রদর্শনের ইট্টু লুল করার আগেই কাইরা নিল!!! গোপাল ভাড়ের কি যেন একটা গল্প আছে...ঠিক মনে নাই...কারো মনে থাকলে মন্তব্যে এ্যাড মাইরেন...তবে গল্পটার সারসংক্ষেপ এই যে, গোপাল ভাড়ের পেটে ব্যাথা হলে দেবী মায়ের কাছে গিযে মানত করে যে, পেটের ব্যথা ভাল করে দিলে পাঠা বলি দিবে। কিন্তু পরবর্তীতে পেটব্যাথা ভাল হয়ে গেলেও মানত পালন না করায় গোপাল ভাড়ের আরও বেশি পেটে ব্যাথা দেখা দেয়। তখন সে দেবী মায়ের কাছে গিয়ে বলে: এত কিছু বুঝ মা, আর তামশা বুঝ না!!! সামুতে গালাগালির প্রতিযোগীতা চলছে...গালাগালি নিয়ে এত কথা হচ্ছে...সেগুলোয় কোনো কিছু করা হচ্ছে না। অথচ আমি গালিগালাজ থেকে সর্বধা ১০০ হাত দূরে আছি, জাস্ট ডার্টি মাইন্ড বা বিকৃত মন নিয়ে মজার ছবি দিয়ে তামাশার একখান পুষ্ট দেওয়ায়, পুষ্ট তো মুছলোই সাথে ধাক্কা দিয়া আমারে নিচে ফালায়ও দিল!!! সামু গালিগালাজ বুঝে আর তামশা বুঝে না??? সংসদে যেমন পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্কের বদলে গালিগালাজ চলে, এখন ব্লগেও তাই অবস্থা। বাবা-মায়েরা ছেলেমেয়েদেরকে সংসদের দিকে যাইতে দেয় না, বলে সংসদ এলাকায় ঘুরতে গেলে নাকি তারা গালিগালাজ শিখে ফেলবে..., কয়দিন পর বাবা-মায়েরা কইবো: ব্লগে যাইস না, গালিগালাজ শিখিস না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.