একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
কালরাতে জলান্জলি দিয়েছি
অনেক স্বপ্নের করাল থাবা
বাহবা কুড়িয়ে, তেড়ে এসে হেরে গ্যাছে
আকুতির দর্পন, সর্বনাশী
নেশার ঘোরে বিধ্বস্ত বেদনারা
বারবার মরতে চায়,
তারপরও জেগে থাকি
প্রাবল্যের আতিশয্যে,
শয্যা পেতেছে মুঢ়তার বিকিরণ
ক্ষয়ে যাওয়া মনে
স্বপ্ন তারপরও থাকে ।
চুঁইয়ে নেমে আসা রোদের মতোন
আলোর ছায়ায়, গাছের ফাঁকে !
লিখন
মে-০৭.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।