প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
আমি আর অল্পতে দুঃখ পাইনা, দুঃখের এতটুকু টুংটাং বাড়িতে আমার কিচ্ছু হয় না,
ছিচকে চোরগুলো পুলিশের সামন্য প্রহারে কাহিল হয়,
হৃদয়বিদারক দুর্ঘটনায়, কিংবা দু'একদিন উপবাসে চোখে আসেনা আমার কান্না
আমি আজ লোহার মানব, যন্ত্রের মতোন অকুতোভয়।
আমার আর আগের মতোন লজ্জাও নেই,
মানুষ অপমান করলে আমি কিছু বলিনা, বরং খিলখিল হাসি,
আমার আর আগের মতোন ব্যক্তিত্ব নেই
আমি ছেঁড়াফাড়া পড়ি, খাই নিরামিষ, কচুঘেচু, স্বপ্ল স্বপ্ল, কখনো বাসি।
বড় হবার স্বপ্নগুলো আমি ঘাঘটের জলে ভেসে দিয়েছি
আমার ভালোবাসার আবেগের শব্দগুলো অমি মহাশূন্যে উড়িয়ে দিয়েছি
আমার চাওয়াগুলো আমি গলাটিপে হত্যা করেছি শিশুহত্যার মতোন
ভোরের মিউনিসিপলিটির ট্রাকে আমি চালাল দিয়েছি আমার মেধা আর মনন।
আমি দুঃখের গভীর জলে বাস করি, কারনিরবধি ; আমার আবার দুঃখ কীসের !
আমি তো নিজেই আজ বিষধর সাপ, ভয় কেনো হবে তবে বিষের !
১৮.০১.২০১৪
দুঃখগুলো আর কাহিল করতে পারে না
। । শাফিক আফতাব । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।