ক্ষ্যাপা বাঘের থাবায় কাহিল আফ্রিকান (জিম্বাবুয়ে) সিংহরা। মাত্র ৭১ রানে ৬ উইকেট হাওয়া। রাজ্জাকই মূল হন্তারক। এ পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট। আগের ম্যাচেই নিয়েছিলেন ৫টি।
বাকী ২টি নিয়েছেন মাশরাফি আর সফিউল। মাশরাফির বলটি বুঝতেই পারেননি ব্যাটসম্যান। ছেড়ে দেযা বল ইনসু্ইং করে অফ স্ট্যাম্প উড়িযে নিযেছে। সফিউরের বলটি স্লিপে দারুন ক্যাচ হয়েছে।
এদিকে ওভার শেষ ২৬টি।
বাকী ২৪ ওবারে ৭.৩ হারে রান করতে হবে ওভার প্রতি। হাতে উইকেট ৪টি। খুব কঠিন কাজ !
Click This Link
http://www.hitcric.info/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।